ভুয়ো অ্যাপ খুলে পেমেন্টের জাল মেসেজ পাঠিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে

ভুয়ো অ্যাপ খুলে পেমেন্টের জাল মেসেজ পাঠিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। সম্প্রতি এরকমই সাইবার জালিয়াতির শিকার হয়েছেন এক সোনার দোকানের মালিক। এরপরই বড়তলা থানায় অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

February 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভুয়ো অ্যাপ খুলে পেমেন্টের জাল মেসেজ পাঠিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। সম্প্রতি এরকমই সাইবার জালিয়াতির শিকার হয়েছেন এক সোনার দোকানের মালিক। এরপরই বড়তলা থানায় অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ২৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বড়তলা এলাকায় একটি সোনার দোকানে গ্রাহক সেজে ঢোকে এক মাঝবয়সি ব্যক্তি। জুয়েলারি দোকানের মালিককে সোনার চেন দেখাতে বলে। দোকানের কর্মীরা তাকে বেশ কয়েকটি ডিজাইন দেখান। তার মধ্য থেকে ষাট হাজার টাকা দামের একটি সোনার চেন পছন্দ করে ওই গ্রাহক। গ্রাহক সেজে আসা ওই জালিয়াত জানায়, তার কাছে নগদ নেই। তাই অনলাইনে পেমেন্ট করবে। ই ওয়ালেটের কোন নম্বরে টাকা পেমেন্ট হবে, তা জুয়েলারি দোকানের মালিকের কাছ থেকে নেয় প্রতারক। কিছুক্ষণের মধ্যেই দোকানের মালিকের ফোনে মেসেজ আসে টাকা পেমেন্ট হয়ে গিয়েছে। মালিক রাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে জানতে পারেন, কোনও টাকই আসেনি। এরপরই তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সাইবার জালিয়াতরা নতুন কৌশলে টাকা হাতাচ্ছে। জাল অ্যাপ তৈরি করছে, যাতে আসল অ্যাপের সমস্ত কিছুই থাকছে। গ্রাহক সেজে আসা জালিয়াত কিছু কেনার পর ই ওয়ালেটে কোন নম্বরে পেমেন্ট হবে দোকানদারের কাছ থেকে সেটি নিচ্ছে। এরপর ওই ফোন নম্বর জাল অ্যাপে দিয়ে টাকার অ্যামাউন্ট বসানো মাত্রই দোকান মলিকের কাছে মেসেজ পৌঁছে যাচ্ছে টাকা পেমেন্টের। বাস্তবে কিন্তু কোনও টাকাই পেমেন্ট করছে না জালিয়াতরা। এই কায়দায় তারা কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রতারণা করেছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen