দেশ বিভাগে ফিরে যান

‘অপরাজিতা’ বিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা

February 13, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করলেন।

১২ জন সাংসদদের এই প্রতিনিধিদলে ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদীয় দলনেতা), ডেরেক ও’ব্রায়েন (তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদীয় দলনেতা), সাগরিকা ঘোষ (সাংসদ, রাজ্যসভা), প্রতিমা মণ্ডল (সাংসদ, লোকসভা),দোলা সেন (সাংসদ, রাজ্যসভা), সুস্মিতা দেব (সাংসদ, রাজ্যসভা), সাজদা আহমেদ (সাংসদ, লোকসভা), মহুয়া মৈত্র (সাংসদ, লোকসভা),মিতালি বাগ (সাংসদ, লোকসভা), সায়নী ঘোষ (সাংসদ, লোকসভা), জুন মালিয়া (সাংসদ, লোকসভা)।

গত বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হওয়া অপরাজিতা নারী ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন) বিল, ২০২৪ নিয়ে তারা রাষ্ট্রপতির সাথে দেখা করেন। ওই বিলে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এই বিলটির প্রয়োজনীয়তা কোথায় তা রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে জানিয়েছেন তৃণমূল সাংসদরা। রাষ্ট্রপতির কাছে তাঁরা বিলটিতে সম্মতি জানানোর আবেদন করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#TMC MPs, #Droupadi Murmu, #aparajita bill, #tmc, #President of India

আরো দেখুন