রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হল প্রতুল মুখোপাধ্যায়কে, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়।

February 15, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর নাক দিয়ে আচমকাই রক্তক্ষরণ হয়েছিল। অতিরিক্ত সংক্রমণে প্রভাব পড়ে কিডনি, ফুসফুসে। সম্প্রতি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে ছিলেন তিনি। শনিবার সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিনই রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রতুল মুখোপাধ্যায়কে।

তাঁর সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘খবর শোনার পর আসতে বাধ্য হয়েছি, না এসে উপায় ছিল না। যেদিন থেকে তিনি হাসপাতালে ভর্তি, আমি খবর নিয়েছি। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিল…’।

শিল্পীর মৃত্যু সংবাদ শুনে নিজেকে আর সামলাতে পারেননি তাঁর স্বজন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে রবীন্দ্রসদনে গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে সেই আবেগের কথা প্রকাশ করে ফেললেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”সকাল থেকে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে কিছু বলতে পারিনি। তারপর অরূপকে (অরূপ বিশ্বাস) ফোনে বলে দিলাম, কী কী করতে হবে। আমি কখনও অতি পরিচিতদের মৃত্যুর পর তাঁদের মুখ দেখি না। জীবিত অবস্থায় যেমন দেখেছিলাম, তেমনই আমার স্মৃতিতে রাখতে চাই। কিন্তু প্রতুলদার বিষয়টা আলাদা। এখানে আসতেই হল, না এসে উপায় ছিল না।”

২০২৪ সালের ১৫ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে অসুস্থ সঙ্গীতশিল্পীকে দেখতে গিয়েছিলেন মমতা। শুধু তাই নয়, প্রতুলের গলায় “আমি বাংলার গান গাই” গানটিও শোনেন মুখ্যমন্ত্রী। সেই ভিডিও নিজের ফেসবুকেও পোস্ট করেছিলেন মমতা। ক্যাপশনে লিখেছিলেন, “প্রতুলদার গলায় ‘বাংলার গান গাই’ এক সুখকর অভিজ্ঞতা।” এবারও কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে দেখা করতে গেছিলেন সঙ্গীতশিল্পীর সঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen