রাজ্য বিভাগে ফিরে যান

আমরা মনে করলে গোটা বাংলা জ্বালিয়ে দিতে পারি- বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়

September 14, 2020 | < 1 min read

গতকাল হুগলির আরামবাগে এক বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আজ সকালে সেই কর্মীর বাড়িতে গিয়ে দেখা করার কথা ছিল বিজেপি নেতা-কর্মীদের। অভিযোগ, তার আগে বিজেপির নেতারা জানতে পারেন, মৃত ওই বিজেপি কর্মীর বাড়িতে তালা দেওয়া আছে। পরিবারের সদস্যরা কোথায় গিয়েছেন, তা কেউই জানেন না। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ ওই বিজেপি কর্মীর পরিবারকে অপহরণ করে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে।

তিনি বলেন, “সর্বত্র বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ এমন আচরণ করছে। আমরা এই ঘটনা বরদাস্ত করব না। আমরা যদি মনে করি, তাহলে গোটা বাংলা জ্বালিয়ে দিতে পারি।” এদিন ওই বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার আগে তাঁর বাড়িতে তালা দেওয়ার কথা জানতে পেরে বিজেপি নেতারা আরামবাগের এসডিপিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। সেখানে তাঁরা দাবি করেন, দ্রুত ওই বিজেপি কর্মীর পরিবারের লোকজনকে ফিরিয়ে আনতে হবে।

যদিও পুলিশের বিরুদ্ধে অপহরণের এই যে অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফ থেকে, সে প্রসঙ্গে কোনও প্রমাণ বিজেপি নেতাদের কাছে নেই। পুলিশ-প্রশাসনও এই বিষয়ে কোনওরূপ মন্তব্য করেনি। এদিন গোঘাটে বিজেপি’র পাশাপাশি তৃণমূলও পথে নামে। এলাকার শান্তি বজায় রাখার দাবিতে তাঁরাও বাইক মিছিল করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #raju banerjee

আরো দেখুন