অভিষেকের ‘সেবাশ্রয়ে’ ৫০ দিনে ৭.৫০ লক্ষ মানুষ উপকৃত

কোনও রোগীর ভিনরাজ্যে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, ব্যবস্থা করতে দেরি হবে না।

February 22, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৫০ দিনে, প্রায় ৭.৫০ লক্ষর বেশি মানুষ উপকৃত–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচীর মধ্যে দিয়ে। শুক্রবারই এ ব্যা পারে এক্স হ্যান্ডেলে জানান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই শিবিরে কৃতি মান্না ও আলতাফের মতো শিশু থেকে শুরু করে, বহু বয়স্ক নাগরিক তাঁদের স্পষ্ট দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। সেবাশ্রয়ের প্রতিটি স্বেচ্ছাসেবক ও চিকিৎসক মানুষের জীবনে আনন্দ আনতে তৎপর। ৯ বছর বয়সি শিশু আলতাফের জেআইএমএস হাসপাতালে বিশেষ হার্ট সার্জারি হয়েছে। জানানো হয়েছে, কোনও রোগীর ভিনরাজ্যে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, ব্যবস্থা করতে দেরি হবে না।

গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। শিবির শুরু হয় ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen