কলকাতা বিভাগে ফিরে যান

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সম্মেলনে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও

February 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৬–এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ দলীয় সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলন থেকেই তৃণমূলের নয়া প্রচার ও জনসংযোগ কর্মসূচি ঘোষণা হতে পারে। পাশাপাশি সাংগঠনিক স্তরেও কিছু রদবদলের ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার নেতাজি ইনডোরের এই সম্মেলন নিয়ে দলের মধ্যেও কৌতূহলের পারা চড়ছে।

তার কারণ বহুবিধ। এক, প্রায় দেড় বছর আগে যে শেষ কর্মিসভা হয়েছিল, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। মঞ্চে বা সভাস্থলে তো নয়ই, নেতাজি ইনডোরের আশপাশে তাঁর কোনও ছবি বা পোস্টারও ছিল না। দুই, এবারের সভাকে ঘিরে রদবদলের চিন্তাও অনেককে ভাবাচ্ছে।

কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে খবর, বৃহস্পতিবার নেতাজি ইনডোরের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। এবং সেই কারণে দুটি ফুলের তোড়ার আয়োজন রাখতে বলা হয়েছে। ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে দুজনেই সাংগঠনিক সংস্কার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলবেন। তাঁদের বক্তৃতার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠতে পারে, ভোটার তালিকায় ভুয়ো তথা ভূতুড়ে ভোটার।

তৃণমূলে সাংগঠনিক রদবদল অনেক দিন ধরেই বকেয়া রয়েছে। তা সে অঞ্চল, ব্লক বা জেলা স্তরে হোক বা মন্ত্রিসভায়। দলের ফ্রন্টাল অর্গানাইজেশন তথা ছাত্র, যুব, শ্রমিক সংগঠনের রদবদলের বিষয়টিও বকেয়া রয়েছে। অনেকে মনে করছেন, নেতাজি ইনডোরের মঞ্চ থেকেই এক প্রস্ত রদবদলের ঘোষণা হয়ে যেতে পারে। তাঁদের মতে, দিদি কী করবেন তা স্পষ্ট না হলেও এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তৃণমূলে পোড় খাওয়া প্রৌঢ় নেতারা মনে করছেন, নেতাজি ইনডোরে প্রায় ১৪ হাজার কর্মী, নেতার সামনে হয়তো এমন কোনও ঘোষণা হবে না। কর্মিসভা শেষ হয়ে যাওয়ার পর তা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Trinamool Congress, #Netaji Indoor Stadium, #Mamata Banerjee, #abhishek banerjee

আরো দেখুন