শিবরাত্রি উপলক্ষে হাওড়া-তারকেশ্বর রুটে একজোড়া স্পেশাল ট্রেন

আজ শিবরাত্রি। প্রতি বছর তারকেশ্বরে শিবরাত্রি উপলক্ষে অসংখ্য ভক্তদের সমাগম হয়।

February 26, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শিবরাত্রি। প্রতি বছর তারকেশ্বরে শিবরাত্রি উপলক্ষে অসংখ্য ভক্তদের সমাগম হয়। তবে সারা বছরই বাংলাসহ অন্যান্য রাজ্যের পুণ্যার্থীরা এখানে ছুটে আসেন শিবের মাথায় জল ঢালতে। আর এই শিবরাত্রি উপলক্ষে একজোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।

পূর্ব রেল জানিয়েছে, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি, বুধবার এবং বৃহস্পতিবার তারকেশ্বরে “শিব রাত্রি মেলা”-য় দর্শকদের ভিড় সামলাতে হাওড়া এবং তারকেশ্বরের মধ্যে এক জোড়া EMU বিশেষ ট্রেন চলবে। হাওড়া তারকেশ্বর ইএমইউ স্পেশাল হাওড়া ছাড়বে দুপর ২টো ৪৫ নাগাদ যা তারকেশ্বরে পৌঁছবে বিকেল ৪টে ১৫ নাগাদ। তারকেশ্বর হাওড়া ইএমইউ স্পেশাল তারকেশ্বর ছাড়বে বিকেল ৪টে ৪০ নাগাদ। যা হাওড়ায় পৌঁছবে সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ। এই দুটি বিশেষ ট্রেনই পথ চলার সব স্টেশনে থামবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen