দেশ বিভাগে ফিরে যান

কুম্ভে ৩০ কোটি টাকা মুনাফা নৌকা চালিয়ে, যোগী আদিত্যনাথের দাবি মানতে নারাজ মাঝিরা

March 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুম্ভমেলায় এবছর ৩ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে, যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এরকম দাবি করেছেন। এ কথা সত্যি হলে ফেব্রুয়ারি মাসে জিএসটি থেকে উত্তরপ্রদেশের আয় তেমন বাড়ল না কেন, সেই প্রশ্ন তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধেছিল কংগ্রেস। প্রয়াগরাজের নৌকাচালকেরা ‘শোষণের শিকার’ বলে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে সরব হয়েছিল বিরোধী সমাজবাদী পার্টি। তারই পাল্টা হিসেবে যোগী নিজের বক্তৃতায় তুলে ধরলেন ৩০ কোটির আখ্যান। বলেন, ‘‘আমি একটি মাঝি পরিবারের সাফল্যের গল্প বলছি। পরিবারটির ১৩০টি নৌকা আছে। ৪৫ দিনে তাঁরা ৩০ কোটি টাকা লাভ (যোগীর কথায়, ‘শুদ্ধ বচত’) করেছেন। অর্থাৎ প্রতিটি নৌকা থেকে আয় হয়েছে ২৩ লক্ষ টাকা। দৈনিক ৫০-৫২ হাজার টাকা তাঁরা আয় করেছেন প্রতিটি নৌকা থেকে।’’

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই দাবি উড়িয়ে যোগীকে কার্যত ‘মিথ্যাবাদী’ প্রমাণ করলেন সংশ্লিষ্ট নৌকা মালিকদের পরিবার। বুধবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রত্যাশার থেকে বেশি লাভ হয়েছে ঠিকই। তবে তা ৩০ কোটি নয়।’ তবে ঠিক কত টাকা লাভ করেছেন, তা জানাননি তাঁরা। এরপরেই যোগীর দাবি ঘিরে সন্দেহ দানা বেঁধেছে নানা মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #yogi adityanath, #Kumbh Mela, #kumbh, #Boatmen

আরো দেখুন