সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরি করতে বুথের নেতাদের নির্দেশ মহুয়ার

দলের কর্মীদের উদ্দেশে সভানেত্রী বলেন, বিজেপি নানা বিষয়ে মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে।

March 22, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভূতুড়ে ভোটার খুঁজতে নেতৃত্বের নির্দেশে জেলা পর্যায়ের পর এখন ব্লকস্তরে তৃণমূলের কমিটি গঠনের কাজ চলছে জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি সদর দু’নম্বর ব্লকের পাশাপাশি রাজগঞ্জ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকে ওই কমিটি গঠনে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। প্রতিটি জায়গায় তাঁর নির্দেশ, ভোটার তালিকায় কোনও ভুয়ো নাম ঢুকে রয়েছে কি না তা যেমন দেখতে হবে, তেমনই কোন পরিবার রাজ্য সরকারের কোন সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছে, তার তালিকাও বুথকর্মীদের হাতে রাখতে হবে। ওই তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে আরও বেশি করে প্রচার করতে হবে।

দলের কর্মীদের উদ্দেশে সভানেত্রী বলেন, বিজেপি নানা বিষয়ে মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে। তার পাল্টা হিসেবে আমাদের একেবারে উপভোক্তাদের তালিকা হাতে নিয়ে প্রচারে নামতে হবে। সবাই ঠিকমতো রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না তা দেখতে হবে। রানিনগর শিল্পতালুক এলাকায় ভোটার তালিকায় বিশেষ নজর রাখার জন্য দলের কর্মীদের নির্দেশ দেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen