স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর থেকে ৫ শতাংশ GST কমতে পারে

সরকারি সূত্রের খবর, মন্ত্রিগোষ্ঠী কাউন্সিলের কাছে সুপারিশ করবে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর জিএসটি সম্পূর্ণ মকুব যেন করা না হয়।

March 26, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর বলবৎ থাকা ১৮ শতাংশ জিএসটি যাতে মকুব করা হয়, তার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে অনুরোধ করেন। তিনি চিঠিতে লিখেছিলেন, মানুষ চিকিৎসা করে প্রাণে বাঁচার চেষ্টা করে। মানুষের জীবন রক্ষা করার মৌলিক অধিকারের উপরও জিএসটি আরোপ থাকা অমানবিকতার নামান্তর। ওই চিঠির পরই দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়ে বিরোধীরা।

সরকারি সূত্রের খবর, মন্ত্রিগোষ্ঠী কাউন্সিলের কাছে সুপারিশ করবে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর জিএসটি সম্পূর্ণ মকুব যেন করা না হয়। অন্তত ৫ শতাংশ জিএসটি বলবৎ থাকবে। কমবেশি সব রাজ্যই এই সিদ্ধান্তে সহমত হয়েছে। কারণ স্বাস্থ্য বিমায় প্রিমিয়াম থেকে আসা জিএসটি কেন্দ্র ও রাজ্যের আয়েরও একটি পন্থা। এই বিমার নথিভুক্তিকরণ ক্রবর্ধমান। তাই সরকারের উপর আর্থিক বোঝা বাড়বে যদি তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। অতএব স্থির হয়েছে ৫ শতাংশ জিএসটি যাতে বলবৎ থাকে। পরবর্তী জিএসটি কাউন্সিলের বৈঠকের আগেই এই সুপারিশ জমা দেওয়া হবে কাউন্সিলের কাছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen