যেতে হবে না পঞ্চায়েতে, ঘরে বসেই মিলবে বিভিন্ন রকমের সার্টিফিকেট

আগে সার্টিফিকেট পেতে এলাকার বাসিন্দাদের কালাঘাম ছুটে যেত।

March 30, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ঘরে বসেই মিলবে বিভিন্ন রকমের সার্টিফিকেট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখন আর যেতে হবে না পঞ্চায়েতে। ঘরে বসেই মোবাইল থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের জন্য বিশেষ অ্যাপ আনা হচ্ছে। সেটির মাধ্যমে স্থায়ী বাসিন্দার বা আয়ের জন্য সার্টিফিকেট পেতে আবেদন করা যাবে। ‘ক্যারেক্টার’, ‘ডিসট্যান্স’ সহ ছ’ রকমের সার্টিফিকেটের জন্য যে কেউ আবেদন করতে পারবেন। সাত দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা যাবে। সম্প্রতি পঞ্চায়েত দপ্তর এমনই সার্কুলার দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত দপ্তরের সমস্ত কাজ ধাপে ধাপে অনলাইনে করা যাবে। কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগে সার্টিফিকেট পেতে এলাকার বাসিন্দাদের কালাঘাম ছুটে যেত। এবার তার অবসান হতে চলেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, প্রতিটি পঞ্চায়েতকে স্মার্ট করা হবে। বিভিন্ন কাজ অনলাইনে হবে। এছাড়া সব গ্রাম স্বচ্ছ করা হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা হবে। পঞ্চায়েতের সব কাজেই পরিবর্তন আনা হচ্ছে। এক আধিকারিক বলেন, বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গেস্টহাউস, হোম স্টে রয়েছে। সেগুলিও অনলাইনে বুকিং করা যাবে। তাতে হোম স্টের বুকিং বাড়বে। এলাকার বাসিন্দারা সবথেকে বেশি লাভবান হবেন সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে। আবেদন করার সাত দিনের মধ্যে সার্টিফিকেট না পাওয়া গেলে তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen