রাজ্যে ১০ বছরে ৩৩টি নতুন সরকারি কলেজ তৈরি হয়েছে

অধ্যাপক সংগঠনের কনভেনশনে বক্তব্য পেশ করতে গিয়ে ব্রাত্য বলেন, ‘‘বিরোধীরা হতাশা থেকে অনেক কিছুই করবে।

April 1, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছরেই কলেজ ও বিশ্ববিদ‌্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। বোলপুরে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু। রবিবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তৃণমূলের অধ্যাপক সংগঠনের রাজ্যের ৪১তম কনভেনশনে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি তিনি জানিয়েছেন, তৃণমূল সরকারের আমলে রাজ্যে সরকারি কলেজের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

অধ্যাপক সংগঠনের কনভেনশনে বক্তব্য পেশ করতে গিয়ে ব্রাত্য বলেন, ‘‘বিরোধীরা হতাশা থেকে অনেক কিছুই করবে। কাজ পন্ড করার চেষ্টাও করবে। শূন্য থেকে মহাশূন্যে যাবে। মহাশূন্যেও কোনও ভর বা ভার থাকবে না। কুৎসা অপবাদ থাকবে। কিন্তু সবকিছুকে জয় করেই আবারও ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হতাশাগ্রস্তদের নিশ্চয়ই ওষুধ আছে। সময় মতো সেই ওষুধ দেওয়া হবে। ভুলে গেলে চলবে না রাজ্যে উচ্চশিক্ষা ও বিদ্যালয়ের শিক্ষায় অভাবনীয় উন্নতি হয়েছে।’’

পরিসংখ‌্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ২০১১ সালের আগে সরকারি কলেজ ছিল মাত্র ৩৪টি। গত ১০ বছরের ৩৩টি সরকারি কলেজ তৈরি হয়েছে। পরিকাঠামো, তৎপরতা, বদলি নীতি অনেকটাই স্বচ্ছ হয়েছে। আরও স্বচ্ছতা আনা হবে। কলেজগুলিতে অধ্যক্ষদের বয়সসীমা নিয়েও শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। এছাড়াও কলেজগুলিতে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়গুলির উপরেও জোর দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen