‘ওষুধের দাম বৃদ্ধি ও স্বাস্থ্যবিমায় GST মানব না’, প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

তিনি বলেন, “জুমলা পার্টির(বিজেপি) একটাই লক্ষ্য দেশে বিভাজন সৃষ্টি করা। বিজেপির একটা নীতি ধর্মের ভিত্তিকে ভাগ করে শাসন কর। যেটা আমরা করি না।”

April 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবান্নে সাংবাদিক সম্মেলন করে মোদী সরকারের ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সরকারের অনেক টাকা খরচ হয়। আমরা খুব কম টাকায় জেনেরিক ওষুধ সরবরাহ করি। কেন্দ্রীয় সংস্থা ৭৪৮টি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে যা গরীব মানুষ কেনে। ১ এপ্রিল থেকে দাম বাড়িয়ে দিয়েছে, এসব ওষুধ কেনে সাধারণ ও গরীব মানুষ, তাদের চিকিৎসায় এগুলো লাগে, আমি পুরো ঘটনায় বিস্মিত! স্বাস্থ্য বিমাতেও জিএসটি চাপিয়ে দিয়েছে। আমরা মানব না।”

কোন ওষুধে কত দাম বাড়িয়েছে কেন্দ্র, তার পরিসংখ্যানও তুলে ধরেন মমতা। তিনি বলেন, “হার্টের ওষুধের দাম বাড়িয়েছে যা ৮০% লোককে খেতে হয়, কোলেস্টেরলের ওষুধের দাম বাড়িয়েছে ৫৭.৯%, ক্যালসিয়াম ওষুধের দাম বেড়েছে ২৮%, অ্যান্টিবায়টিক, অ্যাজমা, গ্যাস্ট্রিক-সহ বিভিন্ন রোগের ওষুধের দামও বাড়িয়েছে। কেন্দ্রের একতরফা স্বৈরাচারী কাজের জন্য স্বাস্থ্য বিপাকে পড়বে।” মমতার প্রশ্ন,”তাহলে কি শুধু বড়লোকদের জন্য সরকার চলবে? সাধারণ মানুষের জন্য না? আমি এর তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আর কত টাকা পেলে এদের জুমলাবাজি বন্ধ হবে? নির্বাচন এলে বড় বড় কথা আর ভোট হয়ে গেলে দাম বাড়িয়ে দেবে? কোথায় যাবে সাধারণ মানুষ? কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য!”

আক্রমণের সুর চড়িয়ে তিনি আরও বলেন,”আর কত টাকা পেলে জুমলাবাজি করবে কেন্দ্রীয় সরকার? কেন বাড়ি কিনতে জিএসটি দিতে হবে? মেডিক্লেমে জিএসটি এবং ওষুধের দামবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ করছি। জুমলা পার্টির একটাই উদ্দেশ্য, দেশকে ভাগ করা।” বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, ওষুধের দামবৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। আগামী ৪-৫ এপ্রিল ব্লকে ব্লকে ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে মিছিল মিটিং হবে।

মমতা আরও বলেন, “স্বাস্থ্য বিমাতেও জিএসটি চালু করেছে। স্বাস্থ্যের উপর কর নেওয়া উচিত নয়। আজকের দিনে স্বাস্থ্যই সম্পদ। আমি সরকারের স্বাস্থ্য দপ্তর দেখি। বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা করাতে গিয়ে বছরে অনেক টাকা খরচ হয়। ৩০-৩৫ হাজার বাচ্চাদের হার্ট অপারেশন করে দিই বিনামূল্যে। এগুলি কেন করেছিলাম, কারণ স্বাস্থ্যই সম্পদ বলে।”

ওয়াকফ সংশোধনী বিল নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জুমলা পার্টির(বিজেপি) একটাই লক্ষ্য দেশে বিভাজন সৃষ্টি করা। বিজেপির নীতি ধর্মের ভিত্তিকে দেশকে ভাগ করে শাসন করা। যেটা আমরা করি না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen