বিজেপি’র ‘শক্ত মাটি’ বলে পরিচিত ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার বেশ কয়েকজন বিজেপি নেতা বুধবার সাংবাদিক সম্মেলন করেন।

April 3, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
মণ্ডল সভাপতি বদলে স্বজনপোষণের অভিযোগ! ছাব্বিশের আগেই চরমে গেরুয়া পার্টির কোন্দল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার বেশ কয়েকজন বিজেপি নেতা বুধবার সাংবাদিক সম্মেলন করেন। তাঁরা বলেন, ‘আমাদের কাউকে কিছু না জানিয়ে বুথ সভাপতিদের সঙ্গে আলোচনা না করে মণ্ডল সভাপতি পদে পরিবর্তন করা হয়েছে। দলে প্রবীণ ও পুরনো কর্মীদের যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। কারও সঙ্গে আলোচনা না করে নেতৃত্বে অদল বদল করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী বিধানসভা নির্বাচনে ফলাফল খারাপ হতে পারে। তাই এভাবে চলতে থাকায় আমরা যারা মাঠে নেমে দলের কাজ করি, তাঁরা নিজেদের দলীয় কাজকর্ম থেকে সরিয়ে নিচ্ছি।’

বিগত বিধানসভা নির্বাচনে এই এলাকায় পদ্ম শিবিরের কাছে মাথা তুলে দাঁড়াতে পারেনি ঘাসফুল। বর্তমানে এই এলাকায় পায়ের তলার মাটি কার্যত সরে যেতে বসেছে বিজেপি ব্রিগেডের! যার নেপথ্যে খোদ বিজেপি নেতারাই। বিগত বিধানসভা পরবর্তী সময়ে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় শোনা যেত তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথা। কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি’র গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen