উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

চা বলয়ের ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের উদ্যোগে চালু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে স্কুলবাস পরিষেবা

April 13, 2025 | < 1 min read

চা বলয়ের ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের উদ্যোগে চালু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে স্কুলবাস পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চা বলয়ের ছাত্রছাত্রীদের জন্য শীঘ্রই চালু হতে চলেছে নিখরচায় স্কুলবাস পরিষেবা। আপাতত প্রথম পর্যায়ে ১০টি বাস নামতে চলেছে। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে রুট চূড়ান্ত হলেই স্কুলবাস পরিষেবা চালু হবে বলে।

চা বলয়ের পড়ুয়াদের স্কুলে যাতায়াতের ব্যবস্থা করার দায়িত্ব সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষের। অভিযোগ, বেশিরভাগ বাগান মালিক নিজেদের দায়িত্ব পালন করেন না। বহু বাগানের পড়ুয়াদের স্কুলে হেঁটে যাতায়াত করতে হয়। কোনও কোনও বাগানে চা পাতা বহনের ট্রাক, ট্রাক্টরে চাপিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় স্কুলে। ঝুলতে ঝুলতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় পড়ুয়াদের। কিন্তু এগিয়ে এসেছে রাজ্য। চা শ্রমিকের ছেলেমেয়েদের জন্য স্কুলবাসের ব্যবস্থা করা হচ্ছে। বাগানের পড়ুয়াদের আর হেঁটে স্কুলে যেতে হবে না। বাসে চেপে পড়তে যাবে বাগানের ছেলেমেয়েরা। স্কুল শেষে বাসে চেপেই তারা বাড়ি ফিরবে। চা শ্রমিকের সন্তানদের সম্পূর্ণ নিখরচায় এই পরিষেবা দেওয়া হবে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক জানান, চা বাগানের পড়ুয়াদের জন্য চলা স্কুলবাসগুলি পরিচালনা করবে টি অ্যাডভাইসরি কাউন্সিল। কাউন্সিলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, টি অ্যাডভাইসরি কাউন্সিলের তরফে সরাসরি বাস কেনা হতে পারে। আবার এনবিএসটিসি’র কাছ থেকেও নেওয়া হতে পারে। কোন বাগানে কত পড়ুয়া রয়েছে, বাগান থেকে তাদের স্কুলের দূরত্ব কতটা, কে কোন স্কুলে পড়ে, সেই তথ্য হাতে আসার পরই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে বাসের রুট তৈরি করা হবে। যত দ্রুত সম্ভব চা বলয়ে স্কুলবাস চালু করা হবে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Govt, #studies, #Tea Garden Workers, #North Bengal, #Nabanna, #children

আরো দেখুন