পোপের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব, শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে অভিষেক

পোপের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে পোপের সঙ্গে দেখা হয়েছিল মোদীর

April 21, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সোমবার সকাল ৭.৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি গুড ফ্রাইডে উপলক্ষ্যে কলোসিয়ামের প্রশেসনেও দেখা যায়নি তাঁকে।

পোপের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে পোপের সঙ্গে দেখা হয়েছিল মোদীর। সেই সাক্ষাতের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী লেখেন,’পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমরা শোকাহত। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে উৎসর্গ করেছিলেন।’

পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল খ্রিস্টান ভাইবোনদের সমবেদনা জানিয়েছেন তিনি। পোপের মৃত্যুতে শোকজ্ঞাপ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রোমান ক্যাথলিক চার্চের প্রধান, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি শোকাহত। ক্যাথলিক সমাজে সম্মানীয় স্থান পেয়েছেন পোপ। অগণিত খ্রিস্টান তাঁকে ধর্মীয় নেতা হিসাবে মানেন। ভারত এবং বিশ্বের অন্যান্য স্থানে আমার সকল খ্রিস্টান ভাইবোনদের আমার সমবেদনা।’

শোকপ্রকাশ করে অভিষেক লিখেছেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যু কেবল বিশ্বের ক্যাথলিকদের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্যও অপূরণীয় ক্ষতি। তিনি সাহস, সহনশীলতা এবং নৈতিক স্বচ্ছতার প্রতীক ছিলেন। ইস্টারে তিনি বার্তা দিয়েছিলেন, ধর্মের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ছাড়া শান্তি থাকতে পারে না। এই বার্তা বিবেকের আয়না হিসেবে চিরকাল আমাদের কাছে থাকবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen