জগন্নাথের মন্দির উদ্বোধন ঘিরে দীঘায় নিষিদ্ধ আমিষ? CPI(M)-র মুখপত্র গণশক্তির বিরুদ্ধে ভুয়ো খবরের অভিযোগ
দীঘায় আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন, মহাসমারোহে পুজো চলছে।
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দীঘায় আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন, মহাসমারোহে পুজো চলছে। এই আবহে মন্দির উদ্বোধনের প্রাক্কালে গণশক্তি মন্দির উদ্বোধন ঘিরে এক প্রতিবেদনে লেখে, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তাই দুদিন আমিষ নিষিদ্ধ। ২৯ এপ্রিলে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দীঘায় নাকি অঘোষিত কার্ফু চলছে। হোটেলের বাইরে পর্যটকদের নাকি বেরোতে দেওয়া হচ্ছে না। গোটা দীঘায় নাকি আমিষ নিষিদ্ধ। ওয়াকিবহাল মহলের দাবি, গণশক্তিতে প্রকাশিত খবর ভুয়ো। দীঘায় আমিষ নিষিদ্ধ করা হয়নি। মন্দির উদ্বোধন উপলক্ষ্যে আগত অথিতিরা অনেকেই আমিষ খেয়েছেন বলেই জানাচ্ছেন।
তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অরূপ চক্রবর্তী সমাজ মাধ্যমে লেখেন, “হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির রাজ্য শাখার নাম এখন গণশক্তি। আপনারা নিশ্চয়ই ভুলে যান নি যে কিভাবে কদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির নিচে ছাত্র চাপা নামে ভুয়ো হেডলাইন নিউজ করেছিল ফেক ছবি দিয়ে, পরে যা এবিপি আনন্দর ঘন্টাখানেক সঙ্গে সুমন শোতে সঞ্চালক সুমন দে পরিষ্কার ভাবে জানিয়ে দেন যে গণশক্তির ওই ছবিটি জাল ছিল।

এবারে আজ সকালের খবরের কাগজের পাতায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রাক মুহুর্তে এই স্টোরিটা ব্রেক করে গণশক্তি যে দীঘাতে নাকি গতকাল এবং আজ আমিষ খাবার নিষিদ্ধ করেছে প্রশাসন। যেহেতু দীঘাতে এই মুহুর্তে অসংখ্য পরিচিত মানুষ উপস্থিত আছেন তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলি। এমনকি উপস্থিত সাংবাদিকরাও জানান যে গতকাল তো এমন কোনো ঘটনাই ঘটে নি, রাতেও তারা দিব্যি একাধিক পদের মাছ খেয়েছেন, এমনকি আজ সকালেও ব্রেকফাস্টের সময় ডিম এবং চিকেন স্যান্ডউইচ ও অনেকেই খেয়েছেন। আজ দুপুরের মেনুতেও আজকেও মাছ খাবেন অনেকেই। গোটা দীঘাতে এরকম কোনো নির্দেশিকাই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।”
তিনি আরও লেখেন, “আসলে ভোটের দিন প্রথম পাতাজোড়া মোদিজীর ছবিসহ বিজ্ঞাপন যাদের ছাপতে হয় পদ্মফুলে ভোট দিন লিখে, তাদের দিনের শেষে ফুটকি লাগিয়ে ভোট ট্রান্সফার করা ছাড়া আর কোনো উপায়ও থাকে না। আজ দুপুরে অনেকেই আমিষ সহযোগে লাঞ্চের ছবি পোস্ট করবেন, অবশ্য গণশক্তির লাজ লজ্জা বলে তো কিছুই নেই, কারণ দুকান কাটাদের কিছু যায় আসে না।”