পহেলগাঁও হামলার পর ঐক্যের বার্তা দিতে বিশেষ অধিবেশন ডাকার দাবিতে মোদীকে চিঠি রাহুল, খাড়্গেদের
নিহতদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি পাকিস্তানকে রাজনৈতিক ঐক্যর বার্তা দিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে কংগ্রেস।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁও হামলার ঘটনায় শোকে কাতর গোটা ভারত। পাকিস্তানকে পাল্টা জবাব দিতে সরকারের সঙ্গে রয়েছে সব বিরোধী দল। নিহতদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি পাকিস্তানকে রাজনৈতিক ঐক্যর বার্তা দিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে কংগ্রেস।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদের রাজ্যসভা ও লোকসভা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী চিঠি দেন। মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করলেন তাঁরা, এই বিষয়ে অন্য বিজেপি বিরোধী দলকেও সঙ্গে চায় কংগ্রেস।
কংগ্রেস ও বিরোধীদের কৌশল, পাকিস্তানের উপর হামলায় মোদী সরকার যা করবে, তা সমর্থন করা হবে। নিরাপত্তা গাফিলতির কথাও তুলে ধরা হবে। ২৪ এপ্রিল সরকারের ডাকা সংসদীয় সর্বদল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বীকার করেছেন, পহেলগাঁওয়ে নিরাপত্তা গাফিলতি ছিল। ২০ এপ্রিল থেকে বৈসরনে পর্যটকদের যাতায়াত বেড়ে গিয়েছে, সেই খবর সরকারের কাছে ছিল না!