বড়বাজার অগ্নিকাণ্ডের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলকাতার সমস্ত রুফটপ রেস্তরাঁ

কলকাতা পুলিশ, দমকল বিভাগ এবং পুরসভাকে আলোচনা করার নির্দেশ দেন তিনি।

May 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনির্দিষ্টকালের জন্য কলকাতার সমস্ত রুফটপ রেস্তরাঁয় তালা পড়ল। শুক্রবার থেকে সব রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরসংস্থা। বড়বাজারের অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভবিষ্যতে এমন ঘটনা আর না যাতে ঘটে সে বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কলকাতা পুলিশ, দমকল বিভাগ এবং পুরসভাকে আলোচনা করার নির্দেশ দেন তিনি। বৈঠকে বসে পুলিশ, দমকল ও কলকাতা পুরসভা। তারপরই শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, পরবর্তী নির্দেশ না-পাওয়া পর্যন্ত শহরের সব রুফটপ রেস্তরাঁ বন্ধ রাখতে হবে। এনিয়ে নির্দেশিকাও জারি করা হয়। পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে সমস্ত রুফ টপ রেস্তরাঁর নামের তালিকা পুরসভার কাছে জমা দিতে বলা হয়েছে। সেই রেস্তরাঁগুলিকে নোটিস পাঠাবে পুরসভা। বলাবাহুল্য, বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির কাছে এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলে গিয়ে হোটেলে দাহ্য পদার্থ মজুত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দেন। এরপরই কলকাতা শহরের সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ এল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen