Met Gala 2025-এ কিং খানের অনবদ্য লুকে মাতল গোটা বিশ্ব, ফ্যাশন ডিজাইনার সব্যসাচীকে ধন্যবাদ জ্ঞাপন শাহরুখের

বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের সাজে শাহরুখের লুক অনুরাগীদের মনে আলোড়ন তুলেছে।

May 6, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত মেট গালা ২০২৫-এ বলিউড সুপারস্টার শাহরুখ খান অংশগ্রহণ করেন। শাহরুখ খান সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি বিশেষ কালো পোশাক পরেছিলেন যা তার ক্লাসিক স্টাইলকে পুরোপুরি প্রতিফলিত করে। জমকালো কিছু বেছে নেওয়ার পরিবর্তে, তিনি এমন একটি কালজয়ী লুক বেছে নিয়েছিলেন যা তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ থিমটি মেনে, শাহরুখ সূক্ষ্ম তাসমানিয়ান উলের তৈরি একটি লম্বা কোট পরেছিলেন, যার মধ্যে চওড়া ল্যাপেল, একটি পিক কলার এবং জাপানি হর্ন বোতাম ছিল। নীচে, তিনি একটি কালো সিল্কের শার্ট এবং সুসজ্জিত ট্রাউজার পরেছিলেন, সাথে একটি প্লিটেড সাটিন কোমরবন্ধ ছিল।

সোমবার মেট গালায় প্রথমবারের মতো হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় যোগ দিয়ে ইতিহাস লিখলেন শাহরুখ। বিখ্যাত এই ফ্যাশন ইভেন্টে তিনি পরেছিলেন একটি স্ট্রাকচার্ড ব্ল্যাক টাক্সেডো ও একাধিক জুয়েলারিতে সাজানো চোখধাঁধানো লুক। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের সাজে শাহরুখের লুক অনুরাগীদের মনে আলোড়ন তুলেছে। বলিউড বাদশার পরনে ছিল সব্যসাচীর পরিকল্পিত একাধিক মূল্যবান গয়না। তবে আলাদা করে অনুরাগীদের নজর কেড়েছে অভিনেতার হাতের ঘড়িটি। ঘড়িটির দাম জানলে হতবাক হবেন।

শাহরুখের পরনের গয়না নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে সূত্রের দাবি, শাহরুখ যে ঘড়িটি পরেছিলেন, তার দাম নাকি একটি অ্যাস্টন মার্টিন ভ্যালিয়ান্ট গাড়ির সমান! সমাজমাধ্যমে শাহরুখের ঘড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে, তা দেখে নেটাগরিকদের একাংশ দাবি করেছেন, মেট গালার জন্য বাদশাহ পাটেক ফিলিপ কোম্পানির ‘গ্র্যান্ড কমপ্লিকেশনস ৬৩০০০জি’ মডেলের সীমিত সংস্করণের একটি ঘড়ি পরেছিলেন। ভারতীয় মুদ্রায় ঘড়িটির আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা! এখনও পর্যন্ত সুইস কোম্পানির তৈরি দুর্মূল্য ঘড়িগুলির মধ্যে অন্যতম এই ঘড়িটি।

বিশ্বের অগণিত অনুরাগীরা কৌতূহল চেপে বসেছিলেন গত এক মাস ধরে। সোমবার গভীর রাতে নিউইয়র্কে বাকি ‘খেল’ দেখালেন কিং খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় যোগ দিয়ে ইতিহাস লিখলেন শাহরুখ। বলা ভালো, এলেন, দেখলেন আর ছক্কা হাঁকালেন। বাদশা ভক্তরাও ততোধিক উচ্ছ্বসিত। এখন থেকেই পরবর্তী মেট গালার রেড কার্পেটে ফের কিং ম্যাজিক দেখার ইচ্ছেপ্রকাশ করে চলেছেন তাঁরা। তবে বাদ সাধলেন বাদশা খোদ! জানিয়ে দিলেন, এটাই সম্ভবত তাঁর প্রথম এবং শেষ মেট গালায় যোগদান।

মেট গালায় যোগ দিয়ে ফ্যাশন সম্পর্কিত কথা নয়, বরং বিশ্বমঞ্চে দেশকে এগিয়ে রাখলেন বাদশা। দৃঢ় কণ্ঠে কিং খান বললেন, “আমার দেশের মানুষদের প্রতিনিধিত্ব করা ভীষণ জরুরী। ভারত এখন সর্বক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে এবং আমাদের উপস্থিতির গুরুত্বটাও বিশ্বকে বুঝিয়ে দেওয়া দরকার।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen