‘সিঁদুর-এর মাঝেই ‘সংকল্প’: ছত্তিশগড়ে ২২ নক্সালকে খতম করল আধা সেনা-পুলিশ

ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে বীজাপুর ও তেলেঙ্গানার মুলুগু এবং ভদ্রাদ্রি-কোথাগুডেম জেলার সীমান্তসংলগ্ন প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকায় এই অভিযান চলছে।

May 8, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
‘সিঁদুর-এর মাঝেই ‘সংকল্প’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তেলাঙ্গানা সীমান্তের কাছে ছত্তিসগড়ের বীজাপুর জেলায় বুধবার সুরক্ষা বাহিনীর এনকাউন্টারে প্রাণ গিয়েছে ২২জন নক্সালপন্থীর। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), বস্তর ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), রাজ্য পুলিশ, কোবরা ও সিআরপিএফ যৌথভাবে শুরু করেছে এই বিশাল সন্ত্রাসবিরোধী অভিযান – ‘অপারেশন সংকল্প।’

২১ এপ্রিল থেকে ‘সংকল্প’ অভিযান শুরু করেছিল সুরক্ষা বাহিনী, যাতে এখনো অবধি ৩৫টি এনকাউন্টার হয়েছে কররেগুট্টা ও সংলগ্ন পার্বত্য অঞ্চলে। বর্তমান অভিযানে নিরাপত্তা বাহিনী ৪০০-র বেশি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), প্রায় ২ টন বিস্ফোরক সামগ্রী এবং ৬ টনেরও বেশি রেশন, ওষুধ ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাওবাদীদের অন্যান্য সামগ্রীও আটক করা হয়েছে।

‘অপারেশন সংকল্প’-এ প্রায় ২৮,০০০ নিরাপত্তা কর্মী অংশ নিয়েছেন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে বীজাপুর ও তেলেঙ্গানার মুলুগু এবং ভদ্রাদ্রি-কোথাগুডেম জেলার সীমান্তসংলগ্ন প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকায় এই অভিযান চলছে। এই অভিযানের মাধ্যমে এ বছর এখন পর্যন্ত ছত্তিশগড়ে বিভিন্ন সংঘর্ষে ১৬৮ জন নক্সালপন্থীকে গুলি করে নিহত করা হয়েছে।

সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাটি সম্পূর্ণভাবে মাওবাদীমুক্ত করতে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen