ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আবহ, এই পরিস্থিতিতে আবু ধাবিতে লাইভ কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং
খুব শীঘ্রই ফের কনসার্টের আয়োজন করা হবে। একইসঙ্গে গায়ক এও জানান, শ্রোতারা চাইলে টিকিট বাতিল করে টাকা ফেরত পেতে পারেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত-পাকিস্তান সীমান্তে এই মুহর্তের যুদ্ধের আবহ। টেনশন। এই আবহকে মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। অরিজিৎ সিংয়ের টিমের তরফ থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ৯ মে অর্থাৎ শুক্রবার আবু ধাবিতে অরিজিতের কনসার্ট আপাতত স্থগিত। যুদ্ধের আবহকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। খুব শীঘ্রই ফের কনসার্টের আয়োজন করা হবে। একইসঙ্গে গায়ক এও জানান, শ্রোতারা চাইলে টিকিট বাতিল করে টাকা ফেরত পেতে পারেন।
এর আগে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং, এবার পিছিয়ে দিলেন আবু ধাবির লাইভ কনসার্ট। ইনস্টাগ্রামে অরিজিৎ লেখেন, ”বর্তমান পরিস্থিতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ৯ মে আবু ধাবির এতিহাদ অ্যারেনায় লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। ধৈর্য রাখার জন্য ও পরিস্থিতি বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের থেকে ক্রমাগত ভালবাসা ও সমর্থন পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। খুব শীঘ্রই কনসার্টের নতুন তারিখ জানানো হবে। সেই শোয়ের জন্য পূর্বে কেনা টিকিট বৈধ থাকবে। কিন্তু কেউ চাইলে ৭ দিনের মধ্যে টিকিট বাতিলের টাকা ফেরত নিতে পারেন।”