আজ মাতৃ দিবস, কীভাবে শুরু হয়েছিল দিনটির উদযাপন?

May 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যদিও মায়েদের প্রতি ভালবাসা ও সম্মান জানানোর জন্য বিশেষ কোনও দিনের প্রয়োজন হয় না। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মাতৃদিবস। চলতি বছর মাতৃ দিবস পালিত হচ্ছে আজ।

১৯১৪ সালের প্রেসিডেন্ট উড্রো উইলসন মাতৃ দিবসকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেন। প্রতিটি সন্তানের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাকে ভালবাসায় ভরিয়ে তোলার বিশেষ দিন। মায়েদের মুখে হাসি ফোটানোই প্রত্যেকটি সন্তানের কর্তব্য। এই বিশেষ দিনে সকলেই মাতৃ দিবস পালন করেন। পৃথিবীর নানা প্রান্তে নানানভাবে পালিত হয় মাতৃ দিবস। সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে একে অপরের থেকে আলাদা। এই বিশেষ দিনে সকলেই নিজের নিজের মায়েদের জন্য উপহার আনেন। সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠান।

নেপালে মাতৃদিবস উদযাপনে মাতা তীর্থ আউন্সি নামের বিশেষ আচার পালন করা হয়। এই বিশেষ দিনে প্রত্যেকটি সন্তান নিজেদের মায়ের সঙ্গে প্রচুর সময় কাটান। জাপানে মাতৃদিবসের দিন মায়েদের নানান উপহার দেওয়া হয়। সংসারের হাল একা বয়ে নিয়ে চলেন মা। জীবন তাঁকে ছাড়া অসম্পূর্ণ। বছরের প্রত্যেক দিনই মায়ের দিন। তবু বছরের একটি দিন শুধু মায়ের জন্য তোলা থাকলে মন্দ হয় না। এমন দিনে মায়ের হাতে বিশেষ উপহার তুলে দিলে খুশি হন তিনিও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen