লাস্যময়ী রূপের আড়ালে পাকিস্তানের চরবৃত্তি! বিস্ফোরক অভিযোগ ইনফ্লুয়েন্সার-ইউটিউবারের বিরুদ্ধে

May 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমাজের চোখে তিনি ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অসামান্য সুন্দরীর সমাজ মাধ্যমে অনুগামীর সংখ্যাও কম নয়। রূপের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন হরিয়ানার জ্যোতি মালহোত্রা। তাঁর দেশদ্রোহী কর্মকাণ্ড ফাঁস হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

তদন্তে উঠে এসেছে, একদিকে যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলছে সেই সময় দেশের একের পর এক গোপন তথ্য পাকিস্তানে পাচার করছিলেন জ্যোতি। ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটার জ্যোতি তিন বার পাকিস্তান গিয়েছেন। সবই ট্রাভেল ভিডিও বানানোর জন্য। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র আলাপ। সেই থেকেই পাকিস্তানের চর বৃত্তি শুরু করেন তিনি। জানা যাচ্ছে, ট্রাভেল ভিডিও বানানোর নামে পাকিস্তান গিয়ে একাধিক আইএসআই এজেন্ট এবং কর্তার সঙ্গে দেখা করেছেন তিনি। শাকির ও রান শাহবাজ নামের দুই পাক এজেন্টের সঙ্গে জ্যোতির নিয়মিত যোগাযোগ ছিল। পাক দূতাবাসের সদস্য দানিশ ছিলই। গত তিন বছরে হরিয়ানা এবং পঞ্জাবে বড় চর নেটওয়ার্ক তৈরি করেছে জ্যোতি। সম্প্রতি জ্যোতি ও আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। ৫ দিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে তাঁদের।

এই সুন্দরী মহিলার স্বল্পবসন পরিহিত ভিডিওগুলো সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। পাকিস্তানেরও নানা জায়গায় ঘুরে ঘুরে ভিডিও বানাতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওগুলো পাকিস্তানের গুণগান করছেন জ্যোতি। তদন্তকারীরা জানাচ্ছেন, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য রীতিমতো র‍্যাকেট তৈরি করেছিলেন জ্যোতি। কুকীর্তি ফাঁস হওয়ার পর অপরাধীদের কড়া শাস্তির দাবি উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen