অবৈধ নির্মাণের অভিযোগে BJP নেতা তথা অভিনেতা মিঠুনের বিরুদ্ধে নোটিশ BMC-র

May 18, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বড়সড় বিপাকে পড়লেন বিজেপি নেতা তথা কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল। ইতিমধ্যেই শোকজ নোটিশ জারি করেছে বৃহন্মুম্বই পুরনিগম। জানা যাচ্ছে, মুম্বইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই একতলা ভবন নির্মাণ করার অভিযোগে নোটিশ জারি করা হয়েছে।

১০ মে জারি করা নোটিশে বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, সম্পত্তি সংস্কারের বৈধ ব্যাখ্যা দিতে হবে অভিনেতাকে। সন্তোষজনক জবাব না মিললে নির্মাণ ভেঙে দিতে পারে প্রশাসন। আইনি পদক্ষেপ করা হবে অভিনেতার বিরুদ্ধেও। অভিনেতার বাড়ির ক্ষেত্রে পুরসভার অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই জমির উপর ভবন নির্মাণ করা হয়েছে। ১৮৮৮ সালের বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন আইন অনুযায়ী ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় মামলাও হতে পারে মিঠুনের বিরুদ্ধে।

অভিনেতা মিঠুন চক্রবর্তীর দাবি, ওই অঞ্চলে একাধিক ব্যক্তিকে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে। তিনি উত্তর দেবেন বলেও জানান। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়েছে। সবকটি অবৈধ নির্মাণ ৩১ মে-র মধ্যে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পুরনিগম। শোনা যায়, হাতি চলাচলের করিডোরে উটির হোটেল নির্মাণ করেছেন মিঠুন। তাঁর পুত্রের বিরুদ্ধেও ধর্ষণের মামলা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলেন, এই দুই মামলা থেকে রেহাই পেতেই নাকি মিঠুন বিজেপিতে যোগ দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen