দেশ বিভাগে ফিরে যান

পিছিয়ে গেল নেট, পুজোর সময় হচ্ছে না পরীক্ষা

September 21, 2020 | < 1 min read

পুজোর সময় নেট পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এ কথা জানিয়েছেন।

এ বছর ইউজিসি নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ২১, ২২ ও ২৩ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী তিথিতে। এ নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষোভ তৈরি হয়, পুজোর মধ্যে পরীক্ষার বিরোধিতা করে তৃণমূল। এ ব্যাপারে আজ তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রী তাঁকে জানান, পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ ঠিক করার পর তা জানিয়ে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

TwitterFacebookWhatsAppEmailShare

#NEET and JEE Main 2020

আরো দেখুন