জুনে বিশেষ সংসদীয় অধিবেশনের দাবি তৃণমূলের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:২৫: আর কিছুদিন বাদেই শুরু হবে সংসদের বর্ষাকালীন অধিবেশন। কিন্তু তার আগেই জুন মাসে সংসদের অধিবেশন চায় তৃণমূল কংগ্রেস। এই মর্মে মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদেরা বৈঠকের পর এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন তারা।পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতা? হামলাকারীরা এই মুহূর্তে কোথায় কী অবস্থায় রয়েছে? তাদের ধরতে কী কী পদক্ষেপ করেছে কেন্দ্র? এসব প্রশ্নের জবাব চেয়ে বিশেষ অধিবেশনের আর্জি জানিয়েছে বাংলার শাসকদল।
আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সংসদ সাগরিকা ঘোষ জানান, পহেলগাঁওয়ে হামলার পর আমরা সরকারকে আমাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। অপারেশন সিঁদুরের সময়ও আমরা সবরকম সহযোগিতা করেছি। আমাদের প্রতিনিধিদল পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসবাদের কপথ জানাতে সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে বিদেশে গেছেন, আমরা আমাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পহেলগাঁও এর যারা হামলার শিকার হয়েছেন, পাশাপাশি যারা জম্মু কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের পাশে আমরা দাঁড়িয়েছি।
আমাদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে, সেখানকার মানুষদের সাথে কথা বলেছে।
আমরা মাননীয় কপিল সিব্বলের সংসদের বিশেষ অধিবেশনের দাবিকে সমর্থন করছি, কারণ সংসদীয় গণতন্ত্রে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হল সংসদ। সরকারের উচিত জনসাধারণকে আস্থা দেওয়া। কারণ আমরা জনসাধারণের স্বার্থেই এই প্রশ্নগুলি উত্থাপন করেছি। আমরা চাই, বর্ষা অধিবেশনের আগে জুন মাসেই বিশেষ অধিবেশন হোক। “