Q4 রেজাল্টে হুলুস্থুল, বাড়লো সুজলন, পড়লো ওলা, মাজাগন ডক

May 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Q4 রেজাল্টে হুলুস্থুল, বাড়লো সুজলন, পড়লো ওলা, মাজাগন ডক

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:০৯: জানুয়ারি থেকে মার্চের মধ্যের বিভিন্ন সংস্থার পারফরম্যান্সের ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশ্যে আসতে শুক্রবার পতনের মধ্যে দিয়ে দিন শুরু করলো সেনসেক্স। মার্কেট খোলার দেড় ঘণ্টার মধ্যে ২০০ পয়েন্টেরও বেশি পতন দেখা গেলো বাজারে।

গত বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে হওয়া লসের তুলনায় এই বছর সেই একই সময়কালে তা বেড়ে যাওয়ায় ৩০ মে, শুক্রবার, মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই ১০ শতাংশ পড়ে যায় ওলা ইলেকট্রিক মোবিলিটির শেয়ার মূল্য (Ola Electric Mobility Ltd. share)। বিভিন্ন ব্রোকারেজ প্ল্যাটফর্মে ওলার স্টকের টার্গেট প্রাইস ৫০ টাকা থেকে কমিয়ে ৩০ করা হয়েছে, যার মধ্যে রয়েছে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস (Kotak Institutional Equities)।

২০২৪-এর জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৪১৬ কোটির লোকসান করেছিল ওলা, যা এবার বেড়ে হয়েছে ৮৭০ কোটি।

একইরকম অবস্থা মাজাগন ডক শিপবিল্ডার্সের (Mazagon Dock Shipbuilders Ltd)। Q4এর ফলাফলের জন্য সংস্থার শেয়ার মূল্যে পতন হয়েছে ৭ শতাংশের। সংস্থার নিট লাভ অর্ধেক হয়ে যাওয়ার সঙ্গে গত বছরের চতুর্থ কোয়ার্টারের তুলনায় EBITDA কমেছে ৮০ শতাংশ। বর্তমানে ৩৫৪০ থেকে ৩৫৫০-এর ঘোরাফেরা করছে মাজাগনের শেয়ার মূল্য।

অন্যদিকে Q4এর ফলাফলের ভিত্তিতে ১৪ শতাংশ লাগিয়েছে সুজলন এনার্জির (Suzlon Energy) শেয়ার প্রাইস। এক বছরে সংস্থাটি নিজের লাভ দুগুন করেছে। ইয়ার-অন-ইয়ার বিচারে EBITDA বেড়েছে ৭৪ শতাংশ।

বর্তমানে ৬৫ টাকা থেকে বেড়ে ৭৩এর আশেপাশে ঘোরাফেরা করছে সুজলন এনার্জির শেয়ার প্রাইস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen