French Open : রোলা গাঁরোয় সিনারকে হারিয়ে নতুন আখ্যান লিখলেন আলকারা‌জ

June 9, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: টানা দ্বিতীয়বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। রোলা গাঁরোর ফাইনালে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার মানলেন ইটালির টেনিস তারকা জানিক সিনার। ফরাসি ওপেনের ইতিহাসে পুরুষদের ফাইনালের দীর্ঘতম ম্যাচে সিনারকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৭-৬, ৭-৬ গেমে হারিয়ে নতুন আখ্যান লিখলেন আলকারা‌জ।

ফরাসি ওপেন শুরু হওয়ার আগে নাদালকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছিল আয়োজকদের তরফে। তাঁর পায়ের ছাপ নেওয়া হয়েছিল। মোবাইলে সেই ছবি তুলে রেখেছিলেন আলকারা‌জ। যাঁকে ‘দ্রোণাচার্য’ হিসাবে মানেন, সেই নাদালের ভূমিতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাহিনি লিখলেন ‘একলব্য’ আলকরাজ। জঙ্গলে লুকিয়ে দ্রোণাচার্যের প্রশিক্ষণ দেখতেন একলব্য। কখনও সরাসরি দ্রোণাচার্যের থেকে প্রশিক্ষণ নেননি। তেমনই আলকারাজ নাদালের অ্যাকাডেমিতে টেনিস শিখলেও কখনও তাঁর থেকে সরাসরি টেনিস শেখেননি। রবিবার ফিলিপে শঁতিয়ে কোর্টে নাদাল হাজির ছিলেন না। তবে যেখানেই থাকুন, নিশ্চিত ভাবেই চোখ রেখেছিলেন আলকারাজের ম্যাচে। নিশ্চিত হবেন এই ভেবে যে, তাঁর উত্তরাধিকারী এসে গিয়েছে।

এদিন প্রথম সেটের ওপেনিং গেম চলে ১২ মিনিট। সেখানে জেতেন সিনার। গতবারের চ্যাম্পিয়ন আলকারাজ সমানে-সমানে লড়াই চালান। একসময় ফলাফল ছিল ৪-৪। এর মাঝে আলকারাজের ডানচোখে সমস্যা হয়। হয়তো তাতেই কিছুটা ফোকাস নড়ে গিয়েছিল স্প্যানিশ তারকার। সেখান থেকে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার।

দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথম সেটের ধাক্কা সামলানোর আগেই প্রথম গেমে এগিয়ে যান সিনার। বেসলাইন থেকে ক্রমাগত চাপ বাড়িয়ে ৩-০ ব্যবধান করে নেন তিনি। সেখান থেকে কামব্যাক শুরু হয় আলকারাজের। দ্রুত ৪-২ করে নেন। গোটা স্টেডিয়াম তখন গতবারের বিজয়ীর জন্য স্লোগানে মাতোয়ারা। সিনারের আধিপত্যকে ধাক্কা দিয়ে ৫-৫ করে ফেলেন আলকারাজ। দ্বিতীয় সেটে ৬-৬ থাকার পর টাইব্রেকারে গড়ায়। রুদ্ধশ্বাস টাইব্রেকার সিনার জিতে নেন ৭-৪ ব্যবধানে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen