Jyoti Basu Biopic: জ্যোতি বসুর বায়োপিকে নাম ভূমিকায় কে? কে প্রযোজক?

জ্যোতি বসুর জীবনী নিয়ে এক পূর্ণদৈর্ঘ্যের বায়োপিক নির্মিত হবে সম্পূর্ণ পার্টি ফান্ডে, ‘জ্যোতি বসু রিসার্চ সেন্টার’-এর ব্যানারে ।

June 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৫: ভারতীয় রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জ্যোতি বসু – বামপন্থী রাজনীতির প্রতীক ও বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার তাঁর জীবন আসতে চলেছে রুপোলি পর্দায়। সিপিএম (CPIM) সূত্রে জানা গিয়েছে, জ্যোতি বসুর জীবনী নিয়ে তৈরি হতে চলেছে এক পূর্ণদৈর্ঘ্যের বায়োপিক, যা নির্মিত হবে সম্পূর্ণ পার্টি ফান্ডে, ‘জ্যোতি বসু রিসার্চ সেন্টার’-এর (JBCSSR) ব্যানারে ।

দীর্ঘদিন ধরেই এই প্রজেক্ট ছিল পরিকল্পনার স্তরে, এবার তা বাস্তবায়নের পথে। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখা শুরু হয়েছে বলে খবর। ছবির পরিচালনা (direction) কে করবেন, তা নিয়ে চলছে আলোচনা – কলকাতা এবং মুম্বইয়ের (Mumbai) একাধিক প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কথা হয়েছে। অভিনেতা হিসেবে উঠছে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহের (Naseeruddin Shah) নাম, তবে চূড়ান্ত কিছু এখনও জানানো হয়নি।

কবে শুরু হবে কাজ?

জানা যাচ্ছে, ২০২৬ সালের গোড়ার দিকে শুরু হবে প্রি-প্রোডাকশন (pre-production)। একেবারে পার্টির তত্ত্বাবধানে তৈরি হবে এই ছবি। সিপিএম নেতৃত্বের মতে, এই বায়োপিকের মাধ্যমে সাধারণ মানুষ জানবেন এমন অনেক দিক, যা আজও রয়ে গিয়েছে ইতিহাসের পাতার আড়ালে।

কী দেখাবে এই বায়োপিক?

এই বায়োপিকে উঠে আসবে জ্যোতি বসুর রাজনৈতিক পথচলার নানা বাঁক – লণ্ডন স্কুল অফ ইকোনমিক্স (London School of Economics) থেকে তাঁর আইন পড়া, বামপন্থার প্রতি আকর্ষণ, কলকাতায় ফিরে আসা, ট্রেড ইউনিয়ন আন্দোলন, ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার নেতৃত্ব, এবং তাঁর দিল্লি যেতে না পারা নিয়ে রাজনৈতিক বিতর্ক – সবই থাকবে ছবিতে।

একাধিক ভাষায় মুক্তি:

ছবিটি প্রথমে বাংলা ভাষাতে তৈরি হলেও, ভবিষ্যতে চাহিদা অনুযায়ী আরও অনেক ভাষায় মুক্তি পাবে। কারণ জ্যোতি বসু শুধু বাংলার নেতা ছিলেন না – তিনি ছিলেন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ।

কেন গুরুত্বপূর্ণ এই প্রজেক্ট?

রাজনৈতিক নেতাদের জীবনকে কেন্দ্র করে বায়োপিক নতুন কিছু নয়। ইন্দিরা গান্ধীকে নিয়ে ‘Emergency’, জয়ললিতাকে নিয়ে ‘Thalaivi’, বাল ঠাকরেকে নিয়ে ‘Thackeray’ এবং ডঃ মনমোহন সিংকে নিয়ে ‘The Accidental Prime Minister’ ইতিমধ্যে দর্শক দেখেছেন। সেই তালিকাতেই এবার যোগ হতে চলেছে ভারতের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম জ্যোতি বসু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen