সৃজিতের ছবিতে রামকৃষ্ণদের ভূমিকায় TMC সাংসদ! দেখুন তো চিনতে পারেন কিনা

ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রী দিব্যজ্যোতি দত্ত-আরাত্রিকা মাইতি যেমন এই ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন তেমনই রয়েছেন রাজনীতিবিদরাও।

June 11, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: রাজনীতিবিদদের সিনেমায় এন্ট্রি নতুন বিষয় নয়। সদ্য মুক্তিপ্রাপ্ত বাৎসরিক-এর হাত ধরে প্রায় দেড় দশক পর বড় পর্দায় গ্র্যান্ড কামব্যাক শতাব্দী রায়ের। পরিচালক মৈনাক ভৌমিকের নির্দেশনায় ফিরেছে তাঁর অভিনয় সত্ত্বা। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং মুভি লহ গৌরাঙ্গের নাম রে-তে রয়েছে তারকার মেলা। ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রী দিব্যজ্যোতি দত্ত-আরাত্রিকা মাইতি যেমন এই ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন তেমনই রয়েছেন রাজনীতিবিদরাও।

শুভশ্রী, দিব্যজ্যোতি, আরাত্রিকা দে, ব্রাত্য বসুর লুকস ইতিমধ্যেই দেখে ফেলেছি। অপেক্ষা ছিল সৃজিতের ছবিতে রামকৃষ্ণ পরমহংসদেব কে হচ্ছেন? সেই অপেক্ষার অবসান হল। প্রকাশ্যে এলেন শ্রী রামকৃষ্ণদেব। তবে এখানে লুকিয়ে রয়েছে আসল টুইস্ট। রামকৃষ্ণদেবের চরিত্রে কে রয়েছেন তা দেখে বোঝার উপায় নেই। দর্শকও বুঝতে পারবেন না রামকৃষ্ণদেবের ভূমিকায় কে রয়েছেন।

টলিউডে রাজনীতিবিদদের কাজ করা নতুন কিছু নয়। কেউ বা অভিনয় থেকে রাজনীতিতে আসেন আবার কেউ কেউ অভিনয় থেকে রাজনীতিতে যোগ দেন। মোট কথা রাজনীতি ও বিনোদন জগত একে-অপরের সঙ্গে রীতিমতো যুক্ত। সেই তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন ব্যারাকপুরের সাংসদ ও অভিনেতা পার্থ ভৌমিক। তাঁর লুক দেখে চেনা দায়। রাজ চক্রবর্তীর আবার প্রলয় সিরিজে পার্থ ভৌমিকের চরিত্রের একেবারে ভোল বদল। এক ঝলক দেখলে মনে হতেই পারে স্বয়ং রামকৃষ্ণদেব এসে দাঁড়িয়েছেন আপনার সামনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen