G-7 summit: ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে দেখাই হল না ‘বিশ্বগুরু’ মোদীর! কটাক্ষ বিরোধীদের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১২: মঙ্গলবার জি-৭ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ২০ মাসেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে অস্থিরতা ছিল। তবে এবার ফের সম্পর্ক পুনর্নবীকরণে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধানই। উভয় দেশই একে অপরের রাজধানীতে হাইকমিশনার পুনর্নিয়োগে সম্মত হয়েছে।
অন্যদিকে কানাডায় জি-৭ (G-7 summit at Canada) বৈঠকে যোগ দিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বিজেপির বিশ্বগুরু, বিশ্বমিত্রের জন্য অপেক্ষা করেননি। ভারতের প্রধানমন্ত্রী কানাডা পৌঁছানোর আগেই সে দেশ ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) কখনও ‘বিশ্বগুরু’ (Biswaguru) তো কখনও ‘বিশ্বমিত্র’ (Biswa Mitra) বলে প্রচার করে থাকে বিজেপি।
কংগ্রেস মনে করছে, ট্রাম্পের এই সিদ্ধান্তে স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতকে তেমন একটা মর্যাদা দিচ্ছে না। কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায় মোদীর আলিঙ্গন তত্ত্ব বা আলিঙ্গন কূটনীতি কোথায় গেল। ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর আলিঙ্গনের অপেক্ষায় না থেকেই দেশে ফিরে গিয়েছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সময় নমস্কার, করমর্দনের পাশাপাশি আলিঙ্গনও করে থাকেন। ভারতের কূটনৈতির শিষ্টাচারে আলিঙ্গনকে তিনিই জনপ্রিয় করে তুলেছেন। কংগ্রেস নেতা রমেশ তাই মোদী ও তাঁর প্রচার বাহিনীকে আক্রমণ করতে গিয়ে ‘হাগলোমেসি’ শব্দটি ব্যবহার করেছে।
ট্রাম্প অবশ্য তড়িঘড়ি কানাডা ছেড়ে যাওয়ার কারণ হিসাবে ইজরায়েল-ইরান যুদ্ধকেই কারণ হিসাবে উল্লেখ করার পাশাপাশি বড় কোনও পদক্ষেপ করার আভাস দিয়েছেন। যা নিয়ে গোটা বিশ্ব চিন্তিত। আজকালেই মধ্যেই ট্রাম্প তাঁর পদক্ষেপ ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। তখন আবার বিশ্ব রাজনীতি ও কূটনীতি ভিন্ন খাতে বইতে পারে।