অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি

হাসপাতালে এখনও আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি

June 19, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪২: তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে। হাসপাতালে এখনও আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই অবস্থায় তাঁকে এয়ারলিফ্টে করে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ। সেই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ও রয়েছে। গত শনিবার থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিজেপি সূত্রে খবর, তাঁকে যে দিন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সে দিনই প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও) থেকে তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়েছিল, যে কোনও প্রয়োজনে পিএমও পাশে থাকবে।

বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি। তাঁকে আইসিইউতে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁদের তত্ত্বাবধানে রয়েছেন তমলুকের সাংসদ। অভিজিতের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন বলে চিকিৎসকেরা ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর, সেই কারণেই দিল্লিতে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানোর পক্ষপাতী বিজেপি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ‘এয়ারলিফ্‌ট’ করে অভিজিৎকে দিল্লি নিয়ে যাওয়া হলে তাঁর সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকও থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen