By-Elections: কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৭০ শতাংশ, ফল ঘোষণা সোমবার
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৯.৮৫ শতাংশ। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে ভোটপর্ব মিটেছে শান্তিতেই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৭: দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচন চলছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। এদিন বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই ভোটাররা ভোট দিচ্ছেন বাংলায়। আগামী সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলঘোষণা করবে নির্বাচন কমিশন।
এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টি ছিল নদিয়ার বিস্তীর্ণ অংশে। তাই প্রথম দিকে খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি। তবে কিছু মানুষ বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু বেলা বাড়তেই বৃষ্টি কমেছে। এরপর থেকেই বুথগুলিতে পড়েছে ভোটারদের লম্বা লাইন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৯.৮৫ শতাংশ। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে ভোটপর্ব মিটেছে শান্তিতেই। বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটকেন্দ্র হয়েছে চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠে। সেখানকার ৫৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
অন্যদিকে, তৃণমূলের দাবি করলেন, কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ ভোট দিয়ে বেরিয়ে সাধারণ জনগণকে ‘মধ্যাঙ্গুলী দেখিয়েছেন! একটি ভিডিয়ো পোস্ট করে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করেছেন, “কালীগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিয়ে বেরিয়ে সাধারণ জনগণকে মধ্যাঙ্গুলি দেখাচ্ছেন! যদিও তাদের দল বরাবরই নির্বাচনের পরে মানুষকে এই আঙ্গুলটাই দেখিয়ে আসছেন, কিন্তু এই প্রথম নির্বাচন শুরু হতেই ভিতর থেকে আসল প্রবৃত্তি বেরিয়ে এল!”
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ এবং কংগ্রেসের প্রার্থী হলেন কাবিলউদ্দিন শেখ।