England vs India : অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই অ্যাসিড টেস্ট শুভমান গিলের, কারা থাকছেন প্রথম একাদশে

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:৫০: শুক্রবার হেডিংলেতে শুরু হতে চলেছে বহুপ্রতীক্ষিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই অ্যাসিড টেস্ট শুভমান গিলের। হোম সিরিজে ইংল্যান্ড কতটা ভয়ঙ্কর তা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে গিল ‘নতুন ভারতের’ নেতা। চাপে মুষড়ে পড়ার পাত্র নন। বরং তারুণ্যের তেজে ভয়ডরহীন ক্রিকেট খেলে প্রতিপক্ষকে চাপে রাখার ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছেন। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার তরুণ অধিনায়কের হুঙ্কার, ‘অনেকেই বলছে, আমরা নাকি অনভিজ্ঞ দল। কিন্ত এর সুবিধাও রয়েছে। স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই প্রথমবার ইংল্যান্ডে খেলবে। তাই তাদের উপর প্রত্যাশার চাপ নেই। বরং ভয়ডরহীন ক্রিকেট মেলে ধরে সিরিজ স্মরণীয় করতে মরিয়া সবাই।’
বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে। ফলে সুবিধা পাবেন পেসারেরা। প্রথম টেস্টে কোন ১১ জনকে খেলানো হবে সেটাই এখন ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। তিন নম্বরে কে নামবেন? চার পেসার না দুই স্পিনার, কোন বোলিং আক্রমণ দেখা যাবে? তা নিয়ে চলছে জল্পনা।
তবে প্রথম টেস্টের আগে জানা গিয়েছে, অভিষেক ঘটতে চলছে সাই সুদর্শনের। অনেকদিন ধরেই তিন নম্বরে কে ব্যাট হাতে নামবেন, তা নিয়ে জল্পনা ছিল। ভাবা হয়েছিল করুণ নায়ারের নাম। কিন্তু ম্যাচের আগের দিন মোটামুটি নিশ্চিত করা হয়েছে তিনে হয়তো দেখা যেতে চলেছে সাই সুদর্শনকে।
টিম ইন্ডিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ব্যাটিং অর্ডার সাজানো। যশস্বীর সঙ্গে লোকেশ রাহুল হয়তো ওপেন করবেন। বিরাট থাকলে শুভমান গিল তিন নম্বরে ব্যাটিং করে যেতেন। কোহলি চারে। এখন বিরাটের না থাকায় অনেক কিছু বদলাতে হচ্ছে। গিল হয়তো বিরাটের জায়গায় অর্থাৎ চার নম্বর স্লটে যাবেন। সুতরাং তিন নম্বর স্লটে সাই সুদর্শনকে রেখেই সম্ভবত ভাবনাচিন্তা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সম্ভবত চার পেসার এবং একজন স্পিনার নিয়ে মাঠে নামে ভারতীয় দল। রবীন্দ্র জাডেজা দলের একমাত্র স্পিনার। মেঘলা পরিবেশে খেলা হওয়ায় বাড়তি স্পিনার খেলাবেন না গৌতম গম্ভীরেরা। স্পিনের পাশাপাশি ব্যাটার জাডেজাকেও তাঁদের দরকার। জসপ্রীত বুমরাহ দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন। পাঁচটা টেস্টে তাঁকে দেখা যাবে না। কিন্তু হেডিংলেতে প্রথম টেস্টে তিনি খেলবেন। এছাড়াও সম্ভবত দলে থাকছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুররা।