১ জুলাই অর্ধদিবস বন্ধ থাকবে রাজ্যের সব সরকারি অফিস

রাজ্য সরকারি কর্মচারীদের ‘হাফ ছুটি’র ঘোষণা করল রাজ্য সরকার। ওই দিন দুপুর দু’টোয় বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি অফিস।

June 25, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: ১ জুলাই স্বনামধন্য চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড: বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী। দেশজুড়ে ওই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের ‘হাফ ছুটি’র ঘোষণা করল রাজ্য সরকার। ওই দিন দুপুর দু’টোয় বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি অফিস। যদিও কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস খোলা থাকবে।

শুধু সরকারি ছুটিই নয়, বাংলায় প্রতি বছর বিভিন্নভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন প্রভৃতি বিবিধ কর্মসূচির আয়োজন করা হয় ওই দিনে। বিধানসভায়ও পালিত হয় দিনটি। কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় সে সব উদ্যোগ চোখে পড়ে। দিনটি নিয়ে রাজ্য সরকারের তরফে বিশেষ ঘোষণা করা হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen