আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় BJP ৫০-এর গণ্ডিও পার করতে পারবে না, দাবি অভিষেকের

আগামী বিধানসভা নির্বাচনের অন্তত ৬ মাস আগেই এদিন বাংলার বিধানসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

June 25, 2025 | 4 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৭: নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড-হারবারের সাতগাছিয়ায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সভা করেন। এ দিনের আয়োজিত সভার নাম ‘নিঃশব্দ বিপ্লব’। প্রতিবারই এই সভা করে থাকেন তৃণমূল সাংসদ। সেখান থেকে আজ উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। সাংসদ হিসাবে ডায়মন্ড হারবারের কাজের খতিয়ান নিয়ে ‘নিঃশব্দ বিপ্লব’ বই প্রকাশ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। মঞ্চে ‘নিঃশব্দ বিপ্লব ‘ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে এই সভা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগামী বিধানসভা নির্বাচনের অন্তত ৬ মাস আগেই এদিন বাংলার বিধানসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কথায়, “ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে! গতবারে ওরা ৭৭টা আসন পেয়েছিল, এবারে ওরা ৫০ এর নীচে আটকে যাবে। আজকের সভা থেক আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম।”

অভিষেক এদিন যা যা বললেন?

  • ২০১৪-২০২৫ সাল পর্যন্ত আমি কি করেছি, আমার ৫ কোটি টাকা সাংসদ তহবিলের পুঙ্খানুপুঙ্খ হিসেবে রয়েছে এই ‘নিঃশব্দ বিপ্লব’ বইতে।
  • যারা ডায়মন্ড হারবারের মডেল নিয়ে ব্যঙ্গ করেন তাদের কাছে এই বইটা পাঠানোর অনুরোধ রইলো, আজ এখানে উপস্থিত সকল সাংবাদিককে এই বই এর একটা করে কপি দেব।
  • তৃণমূলের সাথে কুৎসা না করে, আমি দেশের সকল সাংসদকে বলবো, আপনাদের রিপোর্ট কার্ড আনুন, আমার সঙ্গে বসুন, জনতার কাছে আপনাদের রিপোর্ট কার্ড প্রকাশ করুন, জনতার ময়দানে লড়াই হবে।
  • আমরা কথা দিয়ে, কথা রাখার লোক।
  • ৫০ দিনের ব্যবধানে আমায় ইনকাম ট্যাক্স থেকে ২টি চিঠি দিয়েছে যাতে আমি আপনাদের সাহায্য করতে না পারি। ২০২৫ সালের দুর্গাপুজোর মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রের ৭৬ হাজার বাড়িতে আমি এই চিঠি পাঠাবো। আমি আপনাদের পরিষেবা দিতে চাই, আর বিজেপি কিভাবে বাধা দেয় তা দেখানোর জন্য আমি এই চিঠি পাঠাবো। আপনারা দেখুন বাংলার উন্নয়ন বিরোধী বিজেপির স্বরূপ।
  • ভয় দেখিয়ে আমার মেরুদন্ড বিক্রি করার ক্ষমতা ওদের নেই, আমরা বশ্যতা স্বীকার করি না
  • আপনি যতই ED CBI পাঠান, কিন্তু আমরা আপনাদের কাছে মাথা নত করবো না।
  • বাংলায় কথা বললে সে বাংলাদেশী? এই বৈষম্য বিদ্বেষের রাজনীতি বাংলায় কখনই ছিল না. বিজেপি রাজ্যের নেতাদের খুশি করার জন্য বাংলার কিছু কু-সন্তান নিজেদের মেরুদন্ড বিক্রি করে দিয়েছে।
  • বিদেশে গিয়ে আমি যখন দেশের প্রশংসা করছি, তখন প্রধানমন্ত্রী বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বাংলায় অশান্তি করার চেষ্টা করেছে।
  • বাংলায় গো-হারা হেরেছে, তাই সব টাকা আটকে রেখে প্রতিশোধের রাজনীতি করছে বিজেপি। মানুষ চাইলে ১০ সেকেন্ডে আপনার দম্ভ, অহংকার চূর্ণ করে দেবে
  • খুব তো চেয়েছিলেন, এই এলাকায় রাজনীতি করতে এসেছিলেন একটা ঘটনাকে কেন্দ্র করে, আর ওই তো মুখের ভাষা, মায়েদের তাড়া খেয়ে পালিয়েছেন।
  • বিজেপির রাজ্য সভাপতি যিনি পেশায় শিক্ষক তার ওই মুখের ভাষা? ৩ ঘন্টা ওনাকে আটকে রেখেছিলো পুলিশ তাই ২টি চিঠি পাঠিয়েছেন একটা লোকসভা স্পিকারকে আর একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে। অথচ, ৫ বছর ধরে বাংলার গরিব মানুষের টাকা বন্ধ, একটাও চিঠি পাঠিয়েছেন?
  • আমি মানুষের জন্য কিছু করলেই, আপনাদের আটকাতে হবে সেই কাজ? তৃণমূল মানুষকে সাহায্য করতে চায়, আর বিজেপি মানুষের ভাতের গ্রাস ছিনিয়ে নিতে চায়, এটাই পার্থক্য।
  • যারা নিজেদের হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করেন তারা বলছে দীঘার জগন্নাথ মন্দির নাকি সার্কাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, উনি এই মন্দির না বানালে এদের আসল স্বরূপ দেখা যেত না ।
  • মমতা বন্দ্যোপাধ্যাকে ছোট করতে গিয়ে বাংলাদেশের সরকারকে সার্টিফিকেট দিচ্ছে, আর এরা আমাদের বলে ‘বাংলাদেশী’।
  • RG Kar এর প্রতিবাদে বিনীত গোয়েলের যদি অপসারণ দাবি করা হয়, সেই মহান আত্মারা এখন কেন পহেলগাঁওয়ের ঘটনার জন্য অমিত শাহর ইস্তফা দাবি করছেন না? আমাদের মনে প্রশ্ন উঠছে।
  • ২৬ জন মারা গেলো, বর্ডার, বি এস এফ এর দায়িত্ব কার? তপন ডেকা (ইন্টেলিজেন্স ব্যুরোর ২৮তম পরিচালক) যার ব্যর্থতার কারণে এই ২৬ জন মারা গেছে। তার কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যম চুপ?
  • সংবাদমাধ্যমগুলো বিকেল হলেই টক শো করছে, তৃণমূল,মমতার বিরুদ্ধে কুৎসা করছে, অথচ এই বিষয়ে কেউ একটাও কথা বলছেন না।
  • ক্ষমতায় এলে বিজেপি নাকি ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। বাংলার ২ কোটি ২০ লক্ষ মায়েদের বর্তমানে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দেশের ১০-১৫ টি রাজ্যে বিজেপির সরকার রয়েছে। আমি এখানে থাকা সব ক্যামেরাকে সাক্ষী রেখে বলছি, একটা রাজ্যের মহিলাদের যদি বিজেপি ১৫০০ টাকা মানে অর্ধেকও দিতে পারে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি রাজনীতি ছেড়ে দেব।
  • ডায়মন্ড হারবারের এই ৭ লক্ষ মার্জিন আমরা আগামী নির্বাচনে ৮ লক্ষ করবো।
  • আমি ৫৪৩ জন সাংসদকে চ্যালেঞ্জ করছি, অন্যান্য এতো দলের সাংসদ আছে সবাইকে চ্যালেঞ্জ করছি, কেন্দ্রের তো এতো কোটি কোটি টাকা, আপনারা নিজেদের রিপোর্ট কার্ড পেশ করুন।
  • এরা এসে ডবল ইঞ্জিন সরকারের জ্ঞান দেয়, কোথাও ব্রিজ, রাস্তা, ভেঙে পড়ছে, কোথাও বিমান, কোথাও রেল দুর্ঘটনা সব ডবল ইঞ্জিন রাজ্যে। কিন্তু কোন তথ্য এরা প্রকাশ করে না।
  • রাজনৈতিক স্বার্থ কখনও দেশের স্বার্থের থেকে বড় হতে পারে না, এটাই বিজেপির সঙ্গে আমাদের তফাৎ।
  • যে ইন্টেলিজেন্স ব্যুরোর চিফের অপদার্থতার কারণে পহেলগাঁও এর এই ঘটনা, কেন তার মেয়াদ বৃদ্ধি করা হল? উত্তর নেই বিজেপির কাছে।
  • বিদেশ নীতির জন্য ২ লক্ষ ৫ হাজার কোটি টাকা বিদেশ মন্ত্রক খরচ করেছে, ৩৩টি দেশের মধ্যে কত জন এসে জানিয়েছে যে তারা ভারতকে সমর্থন করছে, বিজেপির কাছে জবাব নেই।
  • যে ৪ জন বর্বরতার সাথে এই হত্যালীলা করেছে, আমরা তাদের শাস্তি চাই, যে ভাষা ওরা বোঝে সেই ভাষায় ওদের জবাব দিতে হবে।
  • বড় বড় কথা, আমাদের পাকিস্তানি, বাংলাদেশী বলা। এখন ওরা জগন্নাথ দেবকেও ছাড়ছেন না, হিন্দু ধর্মের ধারক ও বাহক যারা, তারা চিন্ময়নন্দ প্রভুর কতবার খোঁজ নিয়েছেন? যারা রাম মন্দিরকে সামনে রেখে সারা দেশে ভোট চাইলো, এখন তাদের এই রূপ. নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই সরকার চলছে।
  • ২০২১ এ বিজেপির চাকা ৭৭ এ আটকে গিয়েছিলো, আর ২০২৬-এ ওটা ৫০ এর নিচে থাকবে।
  • এখানে অপারেশন সিঁদুর এর মতন অপারেশন বেঙ্গল করবে, মানে বিধায়ক কেনাবেচা করবে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূলকে মানুষের হৃদয় থেকে আগামী ৫০ বছরেও সরাতে পারবে না।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen