উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে অলকানন্দায় যাত্রিবাহী বাস, মৃত এক, নিখোঁজ অন্তত দশ
June 26, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:১৪: বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে গিয়ে পড়ল যাত্রীবোঝাই বাস। এই প্রতিবেদন লেখা অবধি, এক জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনার পর থেকে অন্তত ১০ জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বাসটিতে ১৮ জন সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। প্রাথমিক অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গিয়ে পড়েছে।
বিপর্যয় মোকাবিলা দল ও পুলিশকর্মীরাও দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজও শুরু হয়েছে। এখনও পর্যন্ত সাত জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বদ্রীনাথ যাওয়ার রাস্তায়। উল্লেখ্য, গত সপ্তাহেও উত্তরাখণ্ডের মাণ্ডিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে গিয়ে পড়েছিল।