‘শ্রদ্ধার্ঘ্য’ রুখতে চক্রান্ত? ৭৬ হাজার বাসিন্দার কাছে পাঠাব BJP-র ষড়যন্ত্রের প্রমাণ, হুঁশিয়ারি অভিষেকের

অভিষেকের সাফ অভিযোগ, গরিব মানুষ একটু সম্মান নিয়ে বাঁচুক, বিজেপি তা চায় না। তাই ‘শ্রদ্ধার্ঘ্য’ কর্মসূচির বিরুদ্ধে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে।

June 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০১: গরিবের মুখে হাসি দেখলে সহ্য হয় না বিজেপির! ডায়মন্ডহারবারে চালু ‘শ্রদ্ধার্ঘ্য’ প্রকল্পে বার্ধক্যভাতা পেয়ে উপকৃত হচ্ছেন হাজার হাজার প্রবীণ নাগরিক। অথচ সেই মানবিক উদ্যোগকেই টার্গেট করল কেন্দ্রের আয়কর দপ্তর। একের পর এক চিঠি পাঠিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি করার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, আয়কর দপ্তরের চিঠি পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা—এটাই বিজেপির নতুন কৌশল?

মঙ্গলবার সাতগাছিয়ার এক কর্মসূচিতে আয়কর দপ্তরের (Income Tax department) পাঠানো চিঠি জনসমক্ষে তুলে ধরে সরাসরি বিজেপিকে দায়ী করেন তিনি। অভিষেকের সাফ অভিযোগ, গরিব মানুষ একটু সম্মান নিয়ে বাঁচুক, বিজেপি তা চায় না। তাই ‘শ্রদ্ধার্ঘ্য’ কর্মসূচির বিরুদ্ধে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। এটাই বাংলার উন্নয়নের বিরুদ্ধে বিজেপির বিদ্বেষের আসল চেহারা।

আয়কর দপ্তরের পাঠানো দুই চিঠিতে ৭ জানুয়ারি ও ২৪ ফেব্রুয়ারির তারিখ উল্লেখ রয়েছে—এমনটাই জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমি আপনাদের পরিষেবা দিতে চাই। রাজ্য সরকার পরিষেবা দিতে চায়। কিন্তু বিজেপি তাতে বাধা দিচ্ছে। কী ভাবে এই রাজ্যের উন্নয়ন বাধাপ্রাপ্ত হতে পারে, কী ভাবে আপনার টাকা নিয়ে ওরা গুজরাতে বা উত্তরপ্রদেশে চলে যেতে পারে, বিজেপি সেই প্রচেষ্টা চালাচ্ছে।’’

পালটা কৌশল হিসেবে অভিষেক জানিয়ে দিয়েছেন, এবার সেই চিঠিগুলি তিনি ৭৬ হাজার ডায়মন্ডহারবারবাসীর হাতে তুলে দেবেন—বুঝিয়ে দেবেন বিজেপির (BJP) গোপন অভিসন্ধি। একই সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে ‘নিঃশব্দ বিপ্লব’ শীর্ষক বইটিকেও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে সামনে রেখে রাজ্যের জনমুখী প্রকল্পে লাগাতার হস্তক্ষেপের বিরুদ্ধে এবার সরাসরি রাস্তায় নামছেন অভিষেক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen