ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে শো কজ করল তৃণমূল কংগ্রেস

পশ্চিম মেদিনীপুরের বিধায়ক হয়ে দলের কোনও রাজ্য স্তরের নেতাকে না জানিয়ে নদিয়ায় চলে যাওয়া তৃণমূল ভাল চোখে দেখেনি।

June 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩১: কালীগঞ্জে বোমার আঘাতে নিহত শিশুর বাড়িতে টাকা দিয়ে যাওয়ায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে শো কজ করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তাঁকে শোক কজ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁকে ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত ১৯ জুন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন হয়। তার গণনা ছিল সোমবার, ২৩ তারিখ। ওই দিন বোমার আঘাতে মৃত্যু হয় ১০ বছরের ছোট্ট তামান্নার। এই পরিস্থিতিতে বুধবার তামান্নাদের বাড়িতে যান হুমায়ুন। শোকার্ত পরিবারের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেন। তামান্নার মা নানা অভিযোগ এবং ক্ষোভ উগরে দেন তাঁর কাছে। এর পরেই কমলা রঙের একটি খাম শোকার্ত মায়ের হাতে তুলে দিতে যান হুয়ামুন। জানান, খামে কিছু টাকা আছে। টাকার কথা শুনে ফুঁসে ওঠেন সাবিনা। ‘না, না, না’ বলে চিৎকার করে ওঠেন। জানান, তাঁদের বাড়ি আছে, জমি আছে। টাকার প্রয়োজন নেই। তিনি মেয়ের খুনের বিচার চান।

অভিযোগ, তামান্নাদের বাড়িতে যে হুমায়ুন যাবেন, দলকে তা জানাননি। অর্থসাহায্যের বিষয়েও নিজে থেকেই উদ্যোগী হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের বিধায়ক হয়ে দলের কোনও রাজ্য স্তরের নেতাকে না জানিয়ে নদিয়ায় চলে যাওয়া তৃণমূল ভাল চোখে দেখেনি। রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বৃহস্পতিবার হুমায়ুনকে শোকজ় করার কথা জানান। জয়প্রকাশ বলেন,‘‘যে ভাবে দলকে না জানিয়ে উনি নিহত কিশোরীর বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেছেন, তা দল সমর্থন করে না। তাই তাঁকে শোকজ় করা হয়েছে। কেন তিনি এ কাজ করেছেন, জানতে চাওয়া হয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen