ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ফের শিশু ধর্ষণ, গ্রেপ্তার এক
Authored By:

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:২৩: ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে? নাবালিকারাও নিরাপদ নয় সে রাজ্যে? কেন্দ্রের তথ্য পরিসংখ্যান অন্তত এমনই জানাচ্ছে। ২০২৩-র ডিসেম্বরে প্রকাশিত NCRB-র রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশ POCSO মামলায় দেশে শীর্ষে অর্থাৎ নাবালিকাদের উপর যৌন নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে সে রাজ্যে। তথ্য বলছে, ২০২৩ সালে এক বছরে সে রাজ্যে ৮,১৫১ জন নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছে। যোগীরাজ্যে ফের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল।
মুজফফরনগরের বুধানা টাউনে এক শ্রমিকের বিরুদ্ধে মাত্র সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, শিশুটির বাড়ির পাশে এক কারখানায় ওই অভিযুক্ত যুবক কাজ করে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বাড়ির সামনেই ওই নাবালিকা খেলছিল। সেই সময় কোনও লোভ দেখিয়ে অভিযুক্ত যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকা রক্তাক্ত অবস্থা বাড়ি ফিরলে পরিবারের সন্দেহ হয়। শিশুকে প্রশ্ন করতেই সামনে আসে গোটা বিষয়। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়। সে বিপদ মুক্ত।
তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, শনিবার পুলিশ দেখেই সে পালানোর চেষ্টা করে। তাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। অভিযুক্ত আহত হয়। বুধানার স্বাস্থ্যকেন্দ্রে অভিযুক্ত চিকিৎসাধীন। পুলিশের কাছে অপরাধের কথাও স্বীকার করেছে অভিযুক্ত রাজু। তার বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।