Hera Pheri 3: হেরা ফেরিতে ফিরলেন “বাবুভাইয়া” পরেশ রাওয়াল

হেরা ফেরির অমর ত্রয়ী – রাজু (অক্ষয়), শ্যাম (সুনীল শেট্টি), এবং বাবুরাওকে আবার একসঙ্গে দেখা যাবে পর্দায়।

June 30, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫২: হেরা ফেরি (Hera Pheri) ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় চরিত্র “বাবুভাইয়া” ফিরছেন বড় পর্দায়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal) নিজেই নিশ্চিত করলেন যে তিনি হেরা ফেরি ৩-এ (Hera Pheri 3) অভিনয় করছেন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা থেকে সরে যাওয়ার ঘোষণা করেছিলেন তিনি, যার জেরে বিতর্ক চরমে ওঠে এবং আইনি সংঘাতেও জড়িয়ে পড়েন অক্ষয় কুমার (Akshay Kumar) ও রাওয়াল।

কী নিয়ে তৈরি হয়েছিল বিবাদ?

ঘটনার সূত্রপাত গত মে মাসে, যখন পরেশ রাওয়াল নিজের এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে জানান যে তিনি আর হেরা ফেরি ৩-এর অংশ নন। এর মাত্র দু’দিনের মধ্যে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা Cape of Good Films রাওয়ালকে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিস পাঠায়। অভিযোগ ছিল, তিনি কোনও চুক্তি ছাড়াই ১১ লক্ষ টাকা সাইনিং অ্যামাউন্ট নিয়েছিলেন এবং হঠাৎ করে সরে যাওয়ায় সিনেমার কাজ ব্যাহত হয়েছে।

রাওয়ালের আইনজীবীরা স্পষ্ট জানান, এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল চুক্তি বা চূড়ান্ত স্ক্রিপ্ট ছিল না। সেই অনুযায়ী, তিনি স্বেচ্ছায় সাইনিং অ্যামাউন্টটি সুদসহ ফিরিয়ে দিয়েছেন। ফলে আইনি সংঘাতের পথ বন্ধ হয়ে যায় এবং ফের আলোচনায় আসে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা।

সম্প্রতি হিমাংশু মেহতার (Himanshu Mehta) পডকাস্টে অংশ নিয়ে রাওয়াল বলেন — “না, কোনও বিতর্কের কিছু নেই। যখন মানুষ কোনও জিনিস এতটা ভালোবাসে, তখন আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়।”

এই বক্তব্য থেকেই স্পষ্ট, বাবুরাওয়ের চরিত্রে আবারও ফিরতে চলেছেন তিনি। হেরা ফেরির অমর ত্রয়ী – রাজু (অক্ষয়), শ্যাম (সুনীল শেট্টি), এবং বাবুরাওকে আবার একসঙ্গে দেখা যাবে পর্দায়।

প্রথম হেরা ফেরি মুক্তি পায় ২০০০ সালে এবং সঙ্গে-সঙ্গে তা হয়ে ওঠে কাল্ট ক্লাসিক (cult classic)। এরপর ২০০৬ সালে আসে ফির হেরা ফেরি। দীর্ঘ বিরতির পর তৃতীয় কিস্তির খবর ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও নানা রকম প্রযোজনা জটিলতা, কাস্টিং সমস্যা ও চিত্রনাট্যের সমস্যায় দেরি হয়েছে – এবার ফের পথ সুগম হতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen