বাংলায় আসছেন ওমর আব্দুল্লাহ, ১০ জুলাই দেখা করবেন মমতার সঙ্গে
১০ জুলাই কলকাতায় আসছেন ওমর আবদুল্লাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, আলোচনায় থাকবে জম্মু-কাশ্মীর পরিস্থিতিও।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৪: জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah) আগামী বৃহস্পতিবার (১০জুলাই) কলকাতায় আসছেন। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে যোগ দেওয়ার কথা রয়েছে আব্দুল্লাহের। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের ঘটনার পর ওমর আব্দুল্লার সঙ্গে এই প্রথম মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আলোচনার টেবিলে সেই বিষয় উঠে আসে কিনা সেদিকেও নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
মুখ্যমন্ত্রী দপ্তরের নির্ভরযোগ্য সূত্রের খবর, ওই দিন বিকেল ৪টে থেকে ৪টা ৪৫-এর মধ্যে এই সাক্ষাৎ হওয়ার কথা। সূচিতে পরিবর্তন না হলে, নবান্নেই হবে এই বহুল প্রতীক্ষিত বৈঠক। সূত্রের খবর, এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য বিনিময় নয়, বরং এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও মানবিক বার্তা।
সম্প্রতি পহেলগামে জঙ্গি হামলার পর (Pahalgam attack), উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা। সেই পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর তরফে বিশেষ সহানুভূতির বার্তা পৌঁছে গিয়েছিল উপত্যকায়। এমনকী, যুদ্ধ পরিস্থিতিতে বিধ্বস্ত সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিধিদল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই পদক্ষেপেই আপ্লুত হন ওমর আবদুল্লা। তিনি ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রীকে। জানান, বাংলার সহানুভূতিপূর্ণ অবস্থান কাশ্মীরবাসীর মনে গভীর ছাপ ফেলেছে। এমনকি পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল নেত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।