জনপ্রিয় সিরিজ পঞ্চায়েত-এর ভোলবদল! ব্যাপারটা কী?

বিনোদের চরিত্রে অভিনয় করা অশোক পাঠককে দেখে চেনার উপায় নেই! তবে পঞ্চায়েত ভক্তরা প্রধানজি এবং প্রহ্লাদচাচাকে খুঁজে না পেয়ে ভীষণ হতাশ।

July 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২ :৫৯: মুক্তির পর থেকেই চর্চায় পঞ্চায়েত সিজন ৪। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে সিজন ৪-এর রিল আর ক্লিপিংসে। আর এবার ইন্টারনেটে তোলপাড় ফেলে দিচ্ছে পঞ্চায়েত সিরিজের অভিনেতাদের নতুন ফটোশুট।

যে নীনা গুপ্তা মঞ্জু দেবী হিসেবে একেবারে ঘরোয়া লুকে সকলের মন কেড়েছেন, তিনি এখন শাড়ি ছেড়ে পরেছেন শর্ট স্কার্ট! সচিবজি এবং রিঙ্কি ধরা দিয়েছেন একেবারে অন্য লুকে। দু’জনেই একসঙ্গে অনেকটা রোমান্টিক এবং সাহসী পোজ দিয়েছেন। ক্রান্তি দেবী অর্থাৎ সুনীতা রাজওয়ার, ফুলেরার নবনির্বাচিত প্রধান, স্টাইলিশ পোজে ধরা দিয়েছেন। দুর্গেশ কুমার ওরফে ভূষণ স্পোর্টি লুকে পোজ দিয়েছেন।

অন্যদিকে, বিনোদের চরিত্রে অভিনয় করা অশোক পাঠককে দেখে চেনার উপায় নেই! হেডব্যান্ড পরে তিনি বেশ মানিয়েছেন। তবে পঞ্চায়েত ভক্তরা প্রধানজি এবং প্রহ্লাদচাচাকে খুঁজে না পেয়ে ভীষণ হতাশ। মজা করে একজন লিখেছেন, ‘‘তাঁরা বোধহয় বোতল আনতে গেছেন!’’

সবচেয়ে বেশি নজর কেড়েছেন মঞ্জু দেবী অর্থাৎ নীনা গুপ্তা। ফুলেরায় ঘোমটা পরা গ্রাম্য মহিলা এখানে মিনি স্কার্ট পরিহিতা! তাই মঞ্জু দেবীকে নিয়ে চর্চা এখন তুঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen