Shravani Mela: শ্রাবণী মেলায় ভক্তদের সুরক্ষায় তৎপর মমতা-হেমন্ত প্রশাসন

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন তারকেশ্বরের শ্রাবণী মেলা একেবারে সুশৃঙ্খল হয়।

July 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
শ্রাবণী মেলায় ভক্তদের সুরক্ষা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৭: প্রতি বছর শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে তারকেশ্বর ও দেওঘরের বৈদ্যনাথধামে। এবছরও ১০ই জুলাই থেকে শুরু হচ্ছে মাসব্যাপী শ্রাবণী মেলা (Shravani Mela)। ভক্তদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বাংলা ও ঝাড়খণ্ড – উভয় রাজ্য প্রশাসনই নিয়েছে কঠোর পদক্ষেপ।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন তারকেশ্বরের শ্রাবণী মেলা একেবারে সুশৃঙ্খল হয়। জেলা শাসক, পুলিশ ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ইতিমধ্যেই হয়েছে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক (administrative meeting)।

অন্যদিকে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও বৈদ্যনাথধামে আইনশৃঙ্খলা (law and order) বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছেন। রাজ্যের পর্যটন মন্ত্রী সুদিব্য কুমার বৈদ্যনাথধামে আগত ভক্তদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সম্প্রতি একটি বৈঠকে (review meeting) সব প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

৮ই জুলাই বাংলার চার মন্ত্রী – অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায় ও বেচারাম মান্না রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ৩০ কিলোমিটার দীর্ঘ ব্যান্ডেল-বৈদ্যবাটী থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তা পরিদর্শনে বের হবেন। তাঁরা রাস্তার অবস্থা, জরুরি পরিষেবা (emergency services) ও ভক্তদের নাগরিক সুবিধা (civic amenities) খতিয়ে দেখবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen