সম্পূর্ণ হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার সংস্কার, কত দিন সময় লাগল?

পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার সংস্কার শেষ হয়েছে। ৯৫ দিনে ৩৩৩ ঘণ্টা ধরে কাজ হয়। এখন সরকারি অনুমোদনের অপেক্ষা সম্পত্তি ফিরিয়ে আনার।

July 9, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ সমাপ্ত
পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ সমাপ্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৭: শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ সমাপ্ত হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (ASI) এবং মন্দির কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে সংস্কার-কাজ সমাপ্তির কথা ঘোষণা করেছে। যদিও রত্ন ভাণ্ডরের অলঙ্কার, সোনা-হিরে-জহরত সহ অন্যান্য সামগ্রী ফের সেখানে রাখার কাজ শুরু হয়নি। সরকারি অনুমোদন পেলে তাও শুরু হবে বলে জানা যাচ্ছে।

পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পারি জানান, প্রায় ৪৬ বছর পর ২০২৫ সালের ১৪ জুলাই রত্ন ভাণ্ডারের যাবতীয় সামগ্রী অস্থায়ী স্ট্রং রুমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ২০২৪ সালের শেষাশেষি সেই কাজ শুরু হয়। সেই কাজ সম্পূর্ণ হয়েছে।

এএসআই সূত্রে খবর, এক নাগাড়ে ৯৫ দিনে মোট ৩৩৩ ঘণ্টা কাজ চলেছে। মোট ৮০ জন কর্মী সংস্কারের কাজে নিযুক্ত ছিলেন। রত্ন ভাণ্ডারের ভিতর ও বাইরের পাথরের দেওয়ালে মোট ৫২০টি ক্ষত মেরামত করা হয়েছে। ১৫টি বিম বদলে স্টেইনলেস স্টিলের বিম বসানো হয়েছে। পুরীর মন্দিরের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে যাবতীয় কাজ করা হয়েছে। রত্ন ভাণ্ডারের সামগ্রী পুরনো স্থানে ফিরিয়ে আনতে সরকারি অনুমতি প্রয়োজন। সেই অপেক্ষায় রয়েছে মন্দির কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen