Trump Tariffs: ভারত-সহ BRICS দেশদের আরও চাপের মুখে ফেললেন ট্রাম্প
ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ১৫০ থেকে ২০০ বিলিয়ন ডলারের গুডস ট্রেডের (goods trade) প্রস্তাব এখন ট্রাম্পের বিবেচনাধীন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নিশানায় পড়ল BRICS গোষ্ঠী, যার অন্যতম সদস্য ভারত। ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তামার (copper) ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে। এর ফলে ভারতের আমেরিকামুখী কপার রপ্তানিতে বড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারত ইতিমধ্যেই একটি অফার পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, যা দুই দেশের মধ্যে প্রায় ১৫০ থেকে ২০০ বিলিয়ন ডলারের গুডস ট্রেডকে (goods trade) কভার করে। সেই প্রস্তাব এখন ট্রাম্পের বিবেচনাধীন। তবে ভারত স্পষ্ট জানিয়েছে, তারা আর থেকে বেশি ছাড় দেবে না। এখন বল আমেরিকার কোর্টে – তারা কী এই চুক্তি চাইবে, নাকি আলোচনা চালিয়ে যাবে।
এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের অন্যতম প্রধান রপ্তানি পণ্য ওষুধের (pharmaceuticals) ওপর ট্যারিফ ২০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যা কার্যত ভারতের ওষুধ শিল্পের জন্য বড় ধাক্কা হতে পারে।
ট্রাম্প এর আগেও বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত একটি ট্রেড ডিল (trade deal) চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে। তবে এই নতুন ঘোষণাগুলি সেই সম্ভাবনার বাস্তবায়নকে আরও জটিল করে তুলছে। ট্রাম্পের এই পদক্ষেপ আসলে তার বৃহত্তর কৌশলের অংশ – বিশ্বব্যাপী বাণিজ্য সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা এবং ট্যারিফকে একটি কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আমেরিকার প্রভাব বাড়ানো।