বাংলায় কথা বললেই বাংলাদেশী! হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে বিতর্ক

July 12, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: দিল্লি (Delhi) থেকে আটক করে পশ্চিমবঙ্গের (West Bengal) শ্রমিকদের বাংলাদেশে (Bangladesh) পাঠানো হয়েছে কি না, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) কাছে বিস্তারিত রিপোর্টও চেয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর তার মধ্যেই অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sarma) খোলাখুলি জানিয়ে দিলেন, অসমের কোনও বাসিন্দা জনগণনার নথিতে মাতৃভাষা বাংলা (Bangla) লিখলেই বোঝা যাবে রাজ্যে কতজন বিদেশি (বাংলাদেশি) বসবাস করছে। হিমন্তের বার্তা স্পষ্ট, দিল্লি বা ওড়িশার (Odisha) মতো বিজেপিশাসিত অসমেও কেউ যদি বাংলা ভাষায় কথা বলে, তাহলে তাকে ‘বাংলাদেশি’ (Bangladeshi) তকমা দেওয়া হতে পারে। ইতিমধ্যেই অসম সরকার কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসির (NRC) নোটিস পাঠিয়ে বিতর্কে জড়িয়েছে। এবার বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন হিমন্ত।

সম্প্রতি অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন নামে একটি সংগঠনের নেতা মইনুদ্দিন আলি জানিয়েছিলেন, জনগণনার সময় রাজ্যের বাংলাভাষী মুসলিমরা নিজেদের মাতৃভাষা হিসেবে অসমিয়ার পরিবর্তে নথিতে বাংলা লিখবেন। তাতে একদিন অসমিয়ায় কথা বলা মানুষই অসমে সংখ্যালঘু হয়ে যাবে। ধুবড়িতে যেভাবে বহু মানুষকে উচ্ছেদ করা হয়েছে, তার প্রতিবাদেই এমন আহ্বান জানিয়েছিলেন মইনুদ্দিন। তার প্রেক্ষিতেই পাল্টা মুখ খুলেছেন হিমন্ত। তাঁর দাবি, ‘ভাষাকে কখনই ব্ল্যাকমেলের অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। অসমের রাজ্য ও সরকারি ভাষা হিসেবে অসমিয়া চিরস্থায়ী। তাই কেউ যদি জনগণনার সময় বাংলা ভাষার কথা লেখেন, তাতে বিদেশি নাগরিকদের সংখ্যা নির্ধারণ করাই সহজ হবে।’

হিমন্ত বিশ্বশর্মার এই মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন- এসব কী চলছে? একটা বাঙালীবিরোধী, বাংলাবিরোধী দল বিজেপি। বাংলা আমাদের মাতৃভাষা নয়? পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী নই? আর যদি ওরা বাংলাদেশের কথা বলে, তাহলে অমিত শাহর বিএসএফ থাকতে বেআইনি অনুপ্রবেশ হয় কী করে? কার দায়? সেসব এড়িয়ে বাংলা বললেই বিদেশী দাগিয়ে দেওয়া হবে?
তীব্র প্রতিবাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen