Indian Army: উলফার শিবিরে ভারতীয় ড্রোন হামলায় শীর্ষ নেতা নিহত, দাবি জঙ্গি সংগঠনের

এই হামলা যদি সত্য হয়, তাহলে তা ভারতের সীমান্ত পেরিয়ে বিদেশের মাটিতে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের আরেকটি নজির হতে পারে।

July 13, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৪: রবিবার উত্তর-পূর্ব ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসম-ইন্ডিপেন্ডেন্ট (United Liberation Front of Asom-Independent – ULFA-I) দাবি করেছে যে, মায়ানমারে (Myanmar) তাদের একাধিক ঘাঁটিতে ভারতীয় সেনার (Indian Army) ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন শীর্ষ নেতা। তবে সেনাবাহিনীর তরফে এমন কোনও অভিযান সম্পর্কে কোনও কথা বলা হয়নি।

জঙ্গি সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার রাত ২টো থেকে ভোর ৪টের মধ্যে নাগাল্যান্ডের লংওয়া (Longwa) সীমান্ত থেকে শুরু করে অরুণাচল প্রদেশের পাংসাই পাস (Pangsai Pass) পর্যন্ত বিস্তৃত এলাকায় এই হামলা চালানো হয়। তারা দাবি করেছে, এই অভিযানে প্রায় ১৫০টিরও বেশি ড্রোন ব্যবহৃত হয়েছে, যেগুলি ইজরায়েল (Israel) ও ফ্রান্সে (France) তৈরি।

উলফার মতে, এই হামলায় নিহত হয়েছেন তাদের লেফটেন্যান্ট-জেনারেল নয়ন মেধি, ওরফে নয়ন অসম (Lieutenant General Nayan Medhi alias Nayan Asom)। এছাড়াও অন্তত ১৯জন জঙ্গি গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

এই হামলা যদি সত্য হয়, তাহলে তা ভারতের সীমান্ত পেরিয়ে বিদেশের মাটিতে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের (cross-border counter-terror operation) আরেকটি নজির হতে পারে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযান সম্পর্কিত কোনো নির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি।

বিশেষজ্ঞ মহলের মতে, যদি এই হামলা সত্যি ঘটে থাকে, তাহলে তা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন ধরেই ULFA-I মায়ানমার সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গেড়ে ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত। ফলে সীমান্তের ওপারে এদের বিরুদ্ধে অভিযান চালানো হলে তা সন্ত্রাস দমন নীতিতে বড় বার্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen