সাময়িক স্বস্তি! ইয়েমেনে আপাতত স্থগিত নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড, কেন?

July 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:০০: সাময়িক স্বস্তি। ভারতীয় তরুণী নিমিশা প্রিয়ার (Nimisha Priya)মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রেখেছেন ইয়েমেনের (Yemen) স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। বুধবার (১৬ জুলাই) ইয়েমেনে তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। তবে কতদিন পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে, নতুন কোনও দিন স্থির করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

গত সোমবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল, ‘যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদেরও কূটনৈতিক পন্থা অবলম্বনের একটা সীমা রয়েছে। তার বাইরে সরকার যেতে পারে না।’ জানা যায়, কেন্দ্র সম্ভাব্য সমস্ত রকম দিক খতিয়ে দেখছে। পাশাপাশি ভারতীয় আধিকারিকরা নিয়মিত ইয়েমেনের রাজধানী সানার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি নিমিশার আত্মীয়দের সঙ্গে মধ্যস্থকারী দলও যাতে নিয়মিত আলোচনা চালাতে পারে সেই ব্যাপারে সব রকম সাহায্য করেছে মোদি সরকার। অবশেষে সূত্রের দাবি, সফল হয়েছে আলোচনা। বুধবার ফাঁসি হচ্ছে না ভারতীয় নার্সের। বলে রাখা ভালো, সোমবারই জানা গিয়েছিল, নিমিশা প্রিয়াকে বাঁচাতে এগিয়ে এসেছেন সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার। ইয়েমেনের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি।

উল্লেখ্য, কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০০৮ সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন। ২০১৪ সালে তাঁর স্বামী ও কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা সেখানে থেকে যান। এক ব্যক্তিকে হত্যার অপরাধে ২০১৭ সাল থেকে ইয়েমেনের জেলে বন্দি রয়েছেন তিনি। ২০১৮ সালে এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তাঁর প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিশার পরিবার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen